Coromandel Express Accident Update: করমণ্ডল দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা, এখনও শনাক্ত হল না বহু দেহ
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2023, 03:25 PM ISTজানা গিয়েছে, এখনও বহু মৃতদেহকে চিহ্নিত করা যায়নি এবং তাদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই আবহে মৃতদেহগুলি সরিয়ে ফেলা হচ্ছে বালাসোর থেকে। এদিকে যেসব মৃতদেহ এখনও চিহ্নিত হয়নি, সেগুলিকে বালাসোর থেকে সরিয়ে ফেলা হচ্ছে। সেই মৃতদেহ ভালো ভাবে সংরক্ষণ করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে ওড়িশা সরকার। জানা গিয়েছে এই মৃতদেহগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। সেখানকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হবে এই দেহগুলিকে। এদিকে ওড়িশা সরকারের প্রকাশিত ছবি দেখে কেউ যদি নিজের মৃত প্রিয়জনকে শনাক্ত করতে পারেন, তাহলে ১৯২৯ হেল্প ডেস্ক নম্বরে ফোন করতে বলা হয়েছে। (সতর্কীকরণ: ছবিগুলি বীভৎস)
জানা গিয়েছে, বাহানগা হাই স্কুল এবং উত্তর ওড়িশা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অস্থায়ী মর্গে রাখা হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের দেহ। সেখান থেকে আজ শনাক্ত না হওয়া দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছে ওড়িশার রাজধানীতে। মৃতদের পরিজনরা যদি ভুবনেশ্বরে এসে দেহ শনাক্ত করতে না পারেন, তাহলে ওড়িশা সরকারই নিয়ম মাফিক সেই দেহগুলির সৎকার করবে। এদিকে ইতিমধ্যেই যেসব মৃতদেহ শনাক্ত হয়েছে, সেগুলির ময়নাতদন্ত হচ্ছে। এরপর সেই দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে।