নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মার ক্ষমার আর্জি খারিজের অনুমোদন করল দিল্লি প্রশাসন। রবিবার এই সিদ্ধান্তের পরে এবার ক্ষমাভিক্ষার আর্জি রাষ্ট্রপতির কাছে যাবে।এ দিন দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, ‘চূড়ান্ত নৃসংশ এই জঘন্যতম অপরাধে আবেদনকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে এই ধরণের ঘৃণ্য অপরাধ করা থেকে অন্যরা বিরত হয়। ক্ষমা ভিক্ষার আবেদন মূল্যহীন এবং দৃঢ়তার সঙ্গে তা খারিজ করার জন্য সুপারিশ করছি।’বিনয় শর্মার এই আবেদন দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরে পাঠিয়েছিল তিহাড় জেল কর্তৃপক্ষ। সেখানে খারিজ হওয়ার পরে এবার রাষ্ট্রপতি ভবনে পাঠানো হবে নির্ভয়ার হত্যাকারীর ক্ষমার আর্জি।এই বিষয়ে শনিবার দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক সতীশ অরোরা মন্তব্য করেন, ‘দোষীদের মতোই নিগৃহীতের মানবাধিকারও সমান গুরুত্বপূর্ণ। আমরা যদি দোষী ব্যক্তির মানবাধিকার সম্পর্কে সচেতন থাকি, তাহলে নিগৃহীতের অধিকার সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত।’দিল্লি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নির্ভয়ার বাবা-মায়ের দায়ের করা আবেদনের শুনানিতে এই মন্তব্য করেন বিচারক অরোরা। আবেদনে নির্ভয়ার হত্যাকারীদের মৃত্যুদণ্ড প্রক্রিয়া দ্রুত কার্যকর করার অনুরোধ জানিয়েছেন নির্ভয়ার বাবা-মা।