এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনের দরজা খুলতে চলেছে এক বিয়ের আসরের আয়োজনে। ঘটনা নিঃসন্দেহে ঐতিহাসিক। দিল্লির রাষ্ট্রপতি ভবনে এবার আয়োজিত হতে চলেছে বিয়ের এক ঐতিহাসিক পর্ব। প্রথমেই যে প্রশ্ন উঠছে, তা হল, বিয়ে কার? সূত্র বলছে, যাঁর এই বিয়ে হতে চলেছে, তাঁর আচরণ ও সোবায় মুগ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রিপোর্ট বলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খবর পেয়েছিলেন যে তিনি যাঁর আচরণ ও ব্যবহারে মুগ্ধ, তাঁর বিয়ের ঠিক হয়েছে। তারপরই রাষ্ট্রপতি ভবনের মধ্যে মাদার টেরিজা ক্রাউন কম্প্লেক্সে এই বিয়ের আসর আয়োজনের অনুমতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, খুবই কম সংখ্যক অতিথি এই বিয়েতে আমন্ত্রিত থাকবেন। তাঁদের আগে থেকেই ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চলছে। যাতে তাঁরা দেশের গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ ভবনে প্রবেশ করতে পারেন। নিরাপত্তা এই বিয়ের ক্ষেত্রে একটি বড় বিষয়। তবে রাষ্ট্রপতি ভবন থেকে এখনও কোনও অফিশিয়াল নোটিস আসেনি বলে খবর।
( Kumbh water Row: ‘সবচেয়ে দূষিত এখন কুম্ভের জল.. দেহগুলি ফেলা হয়েছে নদীতে’ , বিস্ফোরক দাবি জয়ার, আঙুল যোগী প্রশাসনের দিকে)
( Mahakumbh 2025 Update:মহাকুম্ভের তৃতীয় অমৃতস্নানে ১.২৫ কোটি পার করল ভিড়! পদপিষ্ট-কাণ্ডের পর ওয়ার রুম থেকে নজরদারি যোগীর)