মার্কিন প্রেসিডেন্টের মসনদে গতকালই বসেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে তিনি এই পদে সোমবারই শপথ নিয়েছেন। এই শপথ সমারোহে আমেরিকার তাবড় কর্তারা উ পস্থিত ছিলেন। বহু ধনকুবেরের সমারোহ দেখা যায় সেখানে। তারই মধ্যে ফেসবুক-মেটা প্রধান মার্ক জাকারবার্গের একটি ক্লিপ ঘিরে বিস্তর আলোচনা চলছে। সেই ক্লিপে জাকারবার্গের পাশে বসা জেফ বেজোসের বাগদত্তা বান্ধবী লরেন স্যানচেজের দিকে জাকারবার্গের চাউনি নিয়ে নানান প্রশ্ন উঠেছে।
যে ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একটি দিকে পর পর মার্কিন কোটিপতিরা বসে রয়েছেন। সেখানে অ্যামাজন কর্তা জেফ বেজোসের পাশে ছিলেন তাঁর বাগদত্তা লরেন স্যানচেজ। লরেনের পাশে ছিলেন সস্ত্রীক জাকারবার্গ। একটি ক্লিপে দেখা যায়, জাকারবার্গ মাথা ঘোরাতেই লরেনের শরীরের একাংশের দিকে তাকাচ্ছেন। প্রশ্ন উঠছে, খোলামেলা পোশাকে থাকা লরেনের শরীরের উর্ধ্বাঙ্গের কোনও দিকেই কি তাকাচ্ছিলেন জাকারবার্গ? জাকারবার্গের মতো ব্যক্তিত্বের এহেন চাউনি নিয়ে বহু প্রশ্ন উঠছে। ক্লিপ ভাইরাল হতেই নেটপাড়ায় নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে। তবে জাকারবার্গের তরফে কোনও মন্তব্য আসেনি।
( Mangal Gochar in Mithun: বুধের রাশিতে আজ সকালেই প্রবেশ করে গিয়েছেন মঙ্গল! সিংহ সহ ৪ রাশিতে হতে পারে তুলকালাম উন্নতি)
( Bangladesh Border: সীমান্তে কাঁটাতারের সঙ্গে চাই লোহার গেটও! BSF-র কাজ স্থগিত হয়ে গেল এপারের বাসিন্দাদের বিক্ষোভের মুখে)
( Musk Salute Row: ট্রাম্পের শপথে হিটলারের নাৎজি কায়দায় স্যালুট? বিতর্কে মাস্ক, নেটপাড়াকে জবাব দিলেন টেসলা-কর্তা)
( Mauni Amavasya 2025 Tithi: মৌনী অমাবস্যা ২০২৫ আর ক'দিন পরই, তিথি কখন শুরু? লাকি রাশি কারা? রইল জ্যোতিষমত)