12 Maoists killed in encounter: এনকাউন্টারে ১২ মাওবাদী খতম! ১ মাসে ছত্তিশগড়ে পরপর গুলির লড়াইয়ে নিকেশ প্রায় ৫০ Updated: 09 Feb 2025, 01:07 PM IST Ayan Das ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে ১২ মাওবাদীকে খতম করা হল। আর তার জেরে গত এক মাসেরও কম সময় ছত্তিশগড়ে পরপর গুলির লড়াইয়ে প্রায় ৫০ জন মাওবাদীকে নিকেশ করা হল। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই গুলির লড়াই চলেছে।