বাংলা নিউজ >
ছবিঘর > SRH-এর ইনিংসে ২২টি ছক্কা, ১১ বছর আগের RCB-র নজির ভেঙে ইতিহাস হায়দরাবাদের,২ ইনিংসে চার-ছয়ের বন্যা, হল যুগ্ম বিশ্ব রেকর্ডও
SRH-এর ইনিংসে ২২টি ছক্কা, ১১ বছর আগের RCB-র নজির ভেঙে ইতিহাস হায়দরাবাদের,২ ইনিংসে চার-ছয়ের বন্যা, হল যুগ্ম বিশ্ব রেকর্ডও
Updated: 16 Apr 2024, 08:00 AM IST Tania Roy
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: ট্র্যাভিস হেড এদিন আটটি ছক্কা হাঁকান এবং এনরিখ ক্লাসেন সাতটি ছয় মারেন। এছাড়াও আব্দুল সামাদ এবং এডেন মার্করাম যথাক্রমে তিনটি এবং দু'টি ছক্কা মারেন। হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মাও মেরেছেন দু'টি ছক্কা। সব মিলিয়ে ২২টি ছক্কা হাঁকায় হায়দরাবাদ।