Modi in Shillong: 'উন্নয়নে বাধাকে রেডকার্ড', বিশ্বকাপ 'ফুটবল ফিভার' নিয়ে শিলং থেকে মোদী দিলেন ঝোড়ো বার্তা Updated: 18 Dec 2022, 03:40 PM IST Sritama Mitra মজার সুরে মোদী বলেন, যে আজ রবিবার সকলেরই মন পড়ে রয়েছে কাতারে বিশ্বকাপ ফুটবলের দিকে। আর সেই কারণেই ফুটবলে ব্যবহৃত শব্দবন্ধনী দিয়ে নিজের ভাষণে বিরেধীদের বিরুদ্ধে একাধিক বার্তা তুলে ধরেছেন নরেন্দ্র মোদী।