আইএসএল শেষ হয়নি। এর মধ্যেই প্রকাশিত হয়ে গেল সুপার কাপের সূচি। রঙের উৎসবের দিনই ফেডারেশন সুপার কাপের সূচি প্রকাশিত করল। এপ্রিলের শুরুতেই হবে বহু প্রতীক্ষিত সুপার কাপ। চার বছর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান যথাক্রমে ৯ এবং ১০ এপ্রিল খেলতে নামবে। তবে বাগানের তুলনায় কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল। এ বার সুপার কাপ হবে কেরলে।
সুপার কাপের ‘বি’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি এবং ওড়িশা এফসি। এ ছাড়া আই লিগের একটি দল আছে ইস্টবেঙ্গলের গ্রুপে। আই লিগের চতুর্থ বনাম সপ্তম স্থানাধিকারী ম্যাচের জয়ী দল খেলবে এই গ্রুপে। ৯ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি।
আরও পড়ুন: শুধু জরিমানা হবে কেরালার? ২০১২ ডার্বিতে বাগানের দল তোলার শাস্তিরই পুনরাবৃত্তি ঘটবে?
দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ১৭ এপ্রিল আই লিগের দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের। ইস্টবেঙ্গল সব ম্যাচ খেলবে মঞ্জেরিতে।
লাল-হলুদের গ্রুপে আইএসএলে-র যে দু'টি দল রয়েছে, তারা কিন্তু এই বছর ইস্টবেঙ্গলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। ৯ নম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি ৬ নম্বরে শেষ করে প্রথম বার প্লে অফে খেলার সুযোগ পায়। তবে এটিকে মোহনবাগানের কাছে হেরে তারা আইএসএল থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে হায়দরাবাদ এফসি শেষ করেছে ২ নম্বরে। তারা সরাসরি সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেমির প্রথম লেগ খেলবে এটিকে মোহনবাগান। ১৩ তারিখ দ্বিতীয় লেগ খেলবে ঘরের মাঠে।
আরও পড়ুন: আমি রেফারিকে জিজ্ঞেস করেই ফ্রি-কিক নিয়েছি- বিতর্কিত গোল নিয়ে সোজাসাপ্টা সুনীল
মোহনবাগানের গ্রুপে রয়েছে আবার আইএসএলের টিম এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। এ ছাড়া আছে আই লিগের একটি দল। আই লিগের তৃতীয় বনাম অষ্টম স্থানাধিকারী ম্যাচের জয়ী দল সুযোগ পাবে এই গ্রুপে। ১০ এপ্রিল কোঝিকোড়ে আই লিগের দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ মোহনবাগানের। আর ১৪ এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। এর চার দিন পর (১৮ এপ্রিল) এফসি গোয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফেরান্দোর দল। আইএসএলে দশ নম্বরে শেষ করেছে জামশেদপুর এফসি। অন্যদিকে এফসি গোয়া লিগ টেবিলের সাত নম্বরে ছিল। সে দিক থেকে এই দুই দলের চেয়ে অনেকটাই এগিয়ে আইএসএলের সেমিতে জায়গা করে নেওয়া এটিকে মোহনবাগান।