Swastika Mukherjee: 'SVF-এর সঙ্গে ২২ বছরে আড়াইটে ছবি করেছি, তার জন্য যেটা অন্যায় সেটা বলব না?': স্বস্তিকা
তিনি বরাবরই অকপট আর সাহসী-জীবনটা নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সদ্য মুক্তি পেয়েছে নায়িকার 'শ্রীমতী'। এই ছবির সঙ্গে ঘটা 'অবিচার' থেকে টলিউড ইন্ডাস্ট্রির মাইনাস পয়েন্ট কিংবা নিজের ব্যক্তিগত জীবন- সবকিছু নিয়ে 'আনকাট' স্বস্তিকা।