Updated: 03 Oct 2021, 04:32 PM IST
Abhijit Chowdhury
রেকর্ড ভোটে ভবানীপুর উপনির্বাচন জিতে তৃতীয়বার বিধায়ক হন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ ফলের বহু আগেই মমতার জয়ের ইঙ্গিত মিলেছিল। আর সেই ইঙ্গিত মিলতেই উল্লাসে মাতেন মদন মিত্র। নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে যদুবাবুর বাজারে সবুজ আবির খেলা শুরু করেন। রঙের পাশাপাশি মদনের উল্লাসের অঙ্গ ছিল ভাইরাল সিংহলি গান 'মানিকে মাগে হিথে'র প্যারডি। দেখুন ভিডিয়ো -