অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার(OCD)-এ ভুগছেন রজতাভ দত্ত!
- প্রথমবার বাংলায় স্পেশ ফিকশন তৈরি হল, 'দিন রাত্রির গল্প'। পরিচালক প্রসেনজিত্ চৌধুরীর এই ছবিতে এক রহস্যময় চরিত্রে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। অবসেসিভ কমপ্লাসিভ ডিজঅর্ডারে আক্রান্ত সেই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানালেন অভিনেতা। গল্পের মধ্যে থ্রিলার এলিমেন্ট থাকলেও- অভিনেতার কথায় এটা আদতে মানুষের গল্প বলে। শুক্রবার,২৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।