Hindustan Times
Bangla

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা আমরা নিজেরাই তৈরি করি। এটি ভালো বন্ধুই জীবনে বাঁচার অন্যতম রসদ হয়ে দাঁড়ায়। বলিউডেও বারবার তৈরি হয়েছে বন্ধুত্ব নিয়ে সিনেমা। আজ এমন ১০ সিনেমার কথা জানবেন, যে সিনেমায় বন্ধুত্বের আসল মানে দেখানো হয়েছে।

আনন্দ: রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিতে দেখানো বন্ধুত্ব এবং আনন্দের ডায়লগ আজও মানুষের মনে থেকে গেছে। এমন বন্ধুত্ব সত্যিই সচরাচর দেখতে পাওয়া যায় না। 

শোলে: ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল শোলে, যে সিনেমায় দেখানো বন্ধুত্বের দোহাই দিতে দেখা যায় আজও অনেককে। জয়-বিরু, এমন একটি বন্ধুত্বের নাম, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষ মনে রাখবে।

হেরা ফেরি: নিখাদ কমেডিতে মোড়া এই ছবিতে অসমবয়সী বন্ধুত্ব তুলে ধরা হয়েছিল। বাড়িওয়ালা এবং  ভাড়াটের মধ্যে তৈরি হওয়া বন্ধুত্বের নজির দেখা দিয়েছিল এই ছবিতে। 

দিল চাহাতা হে: ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত দিল চাহাতা হে দেখিয়েছিল টিকিয়ে রাখতে পারলে ঠিকই বন্ধুত্ব টিকে থাকে। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি, তা মিটে গিয়ে আবার বন্ধুদের কাছাকাছি আসার এক অদ্ভুত গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। 

রং দে বাসন্তি: শুধু ভালো সময় নয়, প্রকৃত বন্ধু সেই যে খারাপ সময়ে বন্ধুর পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই সিনেমাতেও দেখানো হয়েছিল তেমনি কিছু দৃশ্য যখন মাধবনের মৃত্যুর পর সোহার পাশে সব বন্ধুরা একসঙ্গে দাঁড়িয়েছিলেন। 

রক অন: ফারহান, অর্জুন রামপাল অভিনীত এই ছবিতে চার বন্ধুর বন্ধুত্বের ছবি দেখানো হয়েছিল যাদের মধ্যে দূরত্ব তৈরি হয় ব্যান্ড ভেঙে যাওয়ার পর। কয়েক বছর পর আবার গানের মাধ্যমেই বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে যায়।

থ্রি ইডিয়টস: ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বোধহয় এমন একটি সিনেমা যা নতুন প্রজন্মকে শিখিয়েছিল বন্ধুত্বের মানে। ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুত্ব যা মানুষকে শিখিয়েছিল বেঁচে থাকার আসল মানে। 

জিন্দেগি না মিলেগি দোবারা: অভয়, হৃতিক ও ফারহান অভিনীত এই ছবিটি শুধু বন্ধুত্বের ছবি নয়, এই ছবিটি শিখিয়েছে ফুরিয়ে যাওয়ার আগেই বেঁচে থাকার মানে। প্ল্যান করে নয় বরং জীবনের প্রত্যেকটি মুহূর্তে যারা আনন্দ খুঁজে পান, তারাই প্রকৃত অর্থে বেঁচে থাকেন। 

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: সিনেমায় চার কলেজ পড়ুয়ার গল্প দেখানো হয়েছিল যারা পড়ে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এক বন্ধুর বিয়ে উপলক্ষে আবার মিল হয় এই চার বন্ধুর। ভীষণ সুন্দর একটা বন্ধুত্বের গল্প আপনি দেখতে পাবেন এই সিনেমার মাধ্যমে।

কাই পো চে: ধর্ম জাত সবকিছুকেই সরিয়ে রেখে শুধুই বন্ধুত্বকে সামনে রেখেছিল এই সিনেমার গল্প। এই ছবির মাধ্যমে তিন বন্ধুর অসাধারণ বন্ধুত্বের গল্প ফুটে উঠেছিল।

caco88