By Sayani Rana
Published 27 Apr, 2025
Hindustan Times
Bangla
১০ জনপ্রিয় ওয়েব সিরিজ! না দেখলেই হবে বড় মিস, বিশেষ করে ৫ নম্বরটি
ওয়েব সিরিজের কথা মাথায় এলে প্রথমেই যে জিনিসটি মনে আসে তা হল ইংরেজি এবং কোরিয়ান সিরিজ।
কিন্তু সম্প্রতি রোমাঞ্চকর গল্পের ওয়েব সিরিজ ভারতের নানা ভাষাতেও মুক্তি পাচ্ছে।
ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০টি ওয়েব সিরিজের তালিকা দেখে নিন। এগুলি না দেখলে হবে বড় মিস।
স্যাক্রেড গেমস: এটি নেটফ্লিক্সের অতি জনপ্রিয় একটি সিরিজ।
মির্জাপুর: আপনি এই সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন।
স্ক্যাম ১৯৯২: হর্ষদ মেহতার বাস্তব কাহিনি অবলম্বনে এই সিরিজ। সনি লিভ এবং এয়ারটেল এক্সস্ট্রিমে এটি দেখতে পাবেন।
দ্য ফ্যামিলি ম্যান: অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এটি দেখা যাবে।
অ্যাশপিরেন্স: এই ওয়েব সিরিজটি প্রাইম ভিডিয়োতে দেখা যাবে।
ক্রিমিনাল জাস্টিস- এই সিরিজটি জিও প্লাস হটস্টারে দেখা যাবে।
ব্রিথ: এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে।
কোটা ফ্যাক্টরি: এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে
পঞ্চায়েত: এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে।
পাতাল লোক: এটিও অ্যামাজন প্রাইম ভিডিয়োতেই দেখা যাবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88