Hindustan Times
Bangla

রোমান্টিক বা অ্যাকশন মুভি নয়, অনেকেই আছেন যারা হরর মুভি দেখতে ভীষণ পছন্দ করেন। আপনিও যদি সেই তালিকাভুক্ত হন তাহলে আপনার জন্য রইল ৭ দুর্দান্ত হরর মুভির লিস্ট।

তুম্বাড: এটি মন্দিরের ভেতরে লুকিয়ে রাখা এক গুপ্তধনের খোঁজ করে এক ব্যক্তি। এই গুপ্তধনের খোঁজে মুখোমুখি হয় এক ভয়াবহ দেবীর। দক্ষিণী এই ছবিটি আপনাকে মুগ্ধ করবেই। 

ইয়াভারুম নালাম: তামিল এই ভৌতিক সিনেমাটি এমন একটি ব্যক্তির গল্প নিয়ে তৈরি করা হয়েছিল, যার জীবন সম্পন্ন পাল্টে যায় একটি টিভি কেনার পর। টিভিতে ধারাবাহিকের মাধ্যমে সে নিজের পরিবারের ভবিষ্যৎ দেখতে পায়। তারপর? 

ভূত: অজয় দেবগন, উর্মিলা, রেখা এবং নানা পাটেকর অভিনীত এই সিনেমাটি এমন এক বিবাহিত দম্পতির গল্প নিয়ে তৈরি করা হয়েছিল যারা নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার পরেই শুরু হয় অলৌকিক সব কর্মকাণ্ড। 

মহল: ভারতীয় সিনেমার এটি সম্ভবত প্রথম কোনও ভৌতিক হিন্দি ছবি। এই সিনেমায় এমন এক পুরুষের গল্প দেখানো হয়েছিল যে একজন রহস্যময় মহিলার দেখা পায়, যে নিজেকে ওই ব্যক্তির অতীত জীবনের প্রাক্তন প্রেমিকা বলে দাবি করে। 

আমিস: অসমবয়সী দুই ব্যক্তির প্রেমের কাহিনী দেখানো হয়েছিল এই ছবিতে, যারা বিভিন্ন ধরনের বিদেশি মাংসের প্রতি আসক্ত। গল্পের মোড় আপনাকে চমকে দেবে। 

১৯২০: এই সিনেমাটি এমন এক বিবাহিত দম্পতির গল্প নিয়ে তৈরি করা হয়েছিল, যাদের জীবন পাল্টে যায় এক পুরনো হাভেলিতে রাত কাটানোর পর থেকে। তবে ছবির গান বিশেষভাবে মানুষের পছন্দ হয়েছিল। 

পরী: এই সিনেমাতে এক ব্যক্তি কাহিনী দেখানো হয়েছে যার জীবনে হঠাৎ করেই আগমন হয় এক অতিপ্রাকৃত নারীর। ওই নারীর জীবনের সঙ্গে কীভাবে ওই ব্যক্তি জড়িয়ে যায়, সেটাই আপনি দেখতে পাবেন ছবিতে।

caco88