Hindustan Times
Bangla

বেতাব থেকে হায়দার, কাশ্মীরের সৌন্দর্য ফুটে উঠেছে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায়, রইল ১০টি সিনেমার তালিকা 

বেতাব: ১৯৮৩ সালে সানি দেওল এবং অমৃতা রাও অভিনীত বেতাব ছবির মাধ্যমে প্রথম সামনে উঠে আসে কাশ্মীরের পহেলগাঁওয়ের সৌন্দর্য। ছবিটি মুক্তি পাওয়ার পর পহেলগাঁওয়ের ওই নির্দিষ্ট এলাকাটি বেতাব ভ্যালি নামে পরিচিত হয়ে যায়।

কাশ্মীর কি কলি: শাম্মি কাপুর এবং শর্মিলা ঠাকুর অভিনীত কাশ্মীর কি কলি বলিউডের এমন একটি সিনেমা, যে সিনেমাটি মুক্তির পর কাশ্মীরের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়। এই ছবিতেও পহেলগাঁওয়ের সৌন্দর্য ধরা পড়ে একাধিকবার। 

সিলসিলা: ১৯৬০ থেকে ১৯৮০ দশকের মধ্যে একাধিক ছবির শ্যুটিং হয় কাশ্মীরে, যার মধ্যে অন্যতম ছিল সিলসিলা। এই ছবিতে কাশ্মীরের টিউলিপ বাগানের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছিল। 

রকস্টার: ১৯৯০-এর দশকে কাশ্মীরে জঙ্গিহানার ফলে বলিউডের আর কোনও সিনেমার শ্যুটিং হয়নি সেখানে। ২০১১ সালে ফের রণবীর কাপুর এবং নার্গিস ফাকরি অভিনীত রকস্টার ছবির মাধ্যমে কাশ্মীরের বেতাব ভ্যালির জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

জব তাক হে জান: ২০১২ সালে মুক্তি পায় জব তাক হে জান। এই ছবিতে পহেলগাঁও অঞ্চলের বেতাব ভ্যালির অসামান্য সৌন্দর্য মানুষকে মুগ্ধ করেছিল। এই এলাকায় শ্যুট হয়েছিল জিয়া রে জিয়া রে, গানটির দৃশ্য। 

ইয়ে জওয়ানি হে দিওয়ানি: ২০১৩ সালে রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ইয়ে জওয়ানি হে দিওয়ানি ছবির মাধ্যমে দর্শকরা দেখতে পান গুলমার্গ এবং পহেলগাঁও এলাকার বরফে ঢাকা সৌন্দর্য। 

হাইওয়ে: ২০১৩ সালেই পহেলগাঁও এলাকার আরু ভ্যালিতে শ্যুটিং হয়েছিল আলিয়া ভাট অভিনীত হাইওয়ে ছবির।

হায়দার: ২০১৪ সালে হায়দার ছবিতে পহেলগাঁও এবং কাশ্মীর উপত্যকার বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। এই ছবিতে শাহিদ কাপুরের অভিনয় ছিল চোখে পড়ার মতো। 

বজরঙ্গি ভাইজান: ২০১৫ সালে বজরঙ্গি ভাইজান ছবির হাত ধরে আবার দর্শকদের সামনে আসে পহেলগাঁওয়ের সেই অপরূপ দৃশ্য। 

রকি অর রানি কি প্রেম কাহিনী: ২০২৩ সালে আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত রকি অর রানি কি প্রেম কাহিনী ছবিতে পহেলগাঁও, গুলমার্গ এবং শ্রীনগরের তুষার আবৃত দৃশ্য মানুষের মন জয় করেছিল। 

শ্যাম বাহাদুর: ২০২৩ সালে ভিকি কৌশল অভিনীত শ্যাম বাহাদুর ছবিতেও পহেলগাঁও, শ্রীনগরের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছিল।

caco88