প্রতিবাদ করতে গিয়ে ফের আক্রান্ত হলেন যুবক। দুই সহপাঠীকে ইভটিজিং করছিল একদল যুবক। তারই প্রতিবাদ করতে গিয়ে যুবককে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দিল অভিযুক্তরা। শুধু তাই নয়, তাঁকে ওভার ব্রিজ থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করল অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে হুগলির বালিঘাট স্টেশনে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ছাত্রর নাম বিশাল মণ্ডল। ওই যুবকের পাশাপাশি তাঁর সহপাঠিনী দুই ছাত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশাল মণ্ডল হুগলির উত্তরপাড়ার প্যারিমোহন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার বিকেলে কলেজ থেকে ফিরছিলেন বিশাল মণ্ডল। তাঁর দুই সহপাঠিনীও তার সঙ্গেই ফিরছিলেন। সেই সময় ২৫-৩০ জন যুবক এসে বালিঘাট স্টেশনে তাঁকে ইঁট, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এমনকী তাঁকে ছুরি মারার চেষ্টা করে। সেই সময় এক মহিলা বিশালকে বাঁচান। অন্যদিকে, দুই সহপাঠিনী তাঁকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযুক্তরা বিশালকে ওভারব্রিজ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার সকালে। বিশাল ওই দুই ছাত্রীর সঙ্গে কলেজ যাচ্ছিলেন। সেই সময় বালিঘাট স্টেশনে দুই যুবক ছাত্রীদের লক্ষ্য করে কটুক্তি করে। তারই প্রতিবাদ জানিয়েছিলেন বিশাল। ঘটনায় ওই দুই যুবক সেই সময় বিশালকে মারধর করে। তবে কলেজের অন্যান্য ছাত্ররা সেখানে চলে এলে দুই যুবক সেখান থেকে পালিয়ে যায়। সেই সময়কার মতো বিষয়টি মিটে যায়। পরে শনিবার বিকেলে ফের কলেজ থেকে ফেরার সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।