বৈভব সূর্যবংশীর রেকর্ড গড়ার সময়ে রাজস্থান রয়্যালস-এর টিম ম্যানেজার রোমি ভিন্দার তাঁর দলের ১৪ বছরের তরুণ ব্যাটারকে নিয়ে বড় তথ্য জানিয়েছেন। এই ম্যাচে নামার আগে কীভাবে বিরাট কোহলি এবং এমএস ধোনির থেকে বৈভব বিশেষ পরামর্শ পেয়েছিলেন সেই গল্প জানান রোমি। আসলে দুই কিংবদন্তির সঙ্গে বৈভবের সাক্ষাতের কাহিনি জানান রোমি ভিন্দার।
রাজস্থান রয়্যালসকে স্বপ্ন দেখাচ্ছেন বৈভব-
বৈভব সূর্যবংশী যখন জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেন এবং রাজস্থান রয়্যালস ৮ উইকেটে জয় পায়, সেই সময়ে বিরাট কোহলি এবং এমএস ধোনির সঙ্গে সাক্ষাতের কাহিনি শেয়ার হতে থাকে। গুজরাটের বিরুদ্ধে এদিনের রাজস্থানের জয় শুধুমাত্র রয়্যালসের হারের ধারা থামায়নি, বরং রিয়ান পরাগদের প্লে-অফে যাওয়ার আশাও বাঁচিয়ে রেখেছে। আর এর কৃতিত্ব বৈভব সূর্যবংশীকে দিতেই হবে।
ধোনি ও কোহলির থেকে পরামর্শ পেলেন বৈভব
স্পোর্টস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে, ভিন্দার জানান কীভাবে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বৈভব দেখা করেছিলেন। এবং পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন তিনি। এবং সেই সময়ে তাদের কী কথা হয়েছিল তাও বলেছিলেন রোমি ভিন্দার।
ধোনির সঙ্গে বৈভবের মিল খুঁজে পাচ্ছে ক্রিকেটমহল
ভিন্দার বলেন, ‘হ্যাঁ, সে ধোনির সঙ্গে দেখা করেছে যখন আমরা গুয়াহাটিতে শেষ ম্যাচ খেলেছিলাম। মাহি তাঁর সঙ্গে দেখা করেন। আবার তাদের সঙ্গে দেখা হবে চেন্নাইয়ে, আমাদের রিভার্স ফিক্সচারে। তবে আমি এই দু’জনের মধ্যে কিছু মিল দেখতে পাচ্ছি। দুজনেই শান্ত, ধীরস্থির কিন্তু আক্রমণাত্মক শট খেলেন। কিছু কিছু দিক একেবারে একরকম।’
আরও পড়ুন … মাত্র ৬ বছর বয়সে ও আমার দলকে সমর্থন করত… RR-এর বৈভব সূর্যবংশীর প্রশংসায় LSG-র মালিক সঞ্জীব গোয়েঙ্কা
বৈভবকে নিয়ে ধোনি কী বলেছিলেন-
রোমি ভিন্দার আরও বলেন, ‘ধোনি ওর অনেক প্রশংসা করেন। বলেছেন, ‘ঠিক আছে, তোমাদের দলে তো একটা বেবি আছে! কিন্তু বেবিটা এমন শট খেলছে যেন অনেক অভিজ্ঞ ব্যাটার।’ আগামী ১২ মে, রাজস্থান রয়্যালস চেন্নাইয়ে গিয়ে যখন সিএসকের মুখোমুখি হবে, তখন ফের ধোনির সঙ্গে বৈভবের দেখা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন … কেন বাড়ির পিছনে আলাদা সিমেন্টের পিচ করেছিলেন বৈভবের বাবা? সামনে এল আসল কারণ
‘বিরাট কোহলিও ওকে নিয়ে অনেক কিছু বলেছিল’
বৈভব, যিনি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বড় ভক্ত, রাজস্থানের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কোহলির সঙ্গে দেখা করার সুযোগ পান। ৩৬ বছর বয়সি কোহলি তখন বৈভবকে কিছু ব্যাটিং টিপস দেন। ভিন্দার বলেন, ‘বিরাট কোহলিকে খুব পছন্দ করে বৈভব। তার সঙ্গে দেখা করে সে অনেক কথা বলে। বিরাট ওকে বলেন কিভাবে নম্র থাকতে হয়, কীভাবে মাটির কাছাকাছি থেকে কঠোর পরিশ্রম করে যেতে হয়।’
আরও পড়ুন … টানা পাঁচ ম্যাচে হাফ-সেঞ্চুরি! ইতিহাস গড়লেন প্রতীকা রাওয়াল, ছুঁলেন মিতালি রাজের রেকর্ড
রোহিত-সূর্যের থেকে পরামর্শ নিতে চাইবেন বৈভব-
রাজস্থান রয়্যালস তাদের পরবর্তী ম্যাচে ১ মে, ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হয়তো সেই সময়ে রোহিত শর্মা-সূর্যকুমার যাদবের থেকেও অনেক প্রশংসা ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পেতে পারেন বৈভব।