শুক্রবার ডব্লিউপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যায়। শেষ বলের থ্রিলারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিময়র লিগ অভিযান শুরু করেন হরমনপ্রীত কৌররা। উল্লেখযোগ্য বিষয় হল, রুদ্ধশ্বাস এই প্রথম ম্যাচে এমন তিনটি বিষয় চোখে পড়ে, যা উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথমবার ঘটে।
প্রথম বাঁ-হাতি ব্যাটারের হাফ-সেঞ্চুরি:-
গতবছর উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমে মোট ৩১টি ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি দেখা যায়। অবাক করা বিষয় হল, সেই ৩১টি হাফ-সেঞ্চুরিই করেন ডানহাতি ব্যাটাররা। একজনও বাঁ-হাতি ব্যাটার গত বছর উইমেন্স প্রিমিয়র লিগে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকাতে পারেননি।
এবছর প্রথম ম্যাচে দিল্লির হয়ে হাফ-সেঞ্চুরি করেন অ্যালিস ক্যাপসি। তিনিও ডানহাতি ব্যাটার। পরে দ্বিতীয় ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম অর্ধশতরান করেন বাঁ-হাতি ওপেনার যস্তিকা ভাটিয়া। অর্থাৎ, উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে মোট ৩২টি ডানহাতি ব্যাটারদের অর্ধশতরানের পরে অবশেষে একজন বাঁ-হাতি ব্যাটার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে সক্ষম হন।
সুতরাং, উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম বাঁ-হাতি ব্যাটার হিসেবে হাফ-সেঞ্চুরি করার নজির গড়েন যস্তিকা। পরে দিল্লির বিরুদ্ধে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকান মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। যার অর্থ, ডব্লিউপিএলে ডানহাতি ও বাঁ-হাতি ব্যাটারদের হাফ-সেঞ্চুরি করার হিসাবটা দাঁড়িয়ে ৩৩-১ ব্যবধানে।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রান পেলেন না বেঙ্কটেশ আইয়ার, নীতীশের আক্রমণ সামলে দলকে টেনে তোলার মরিয়া চেষ্টা সরাংশের
এই প্রথম ক্রিজে এসেই ছক্কা মেরে মেয়েদের টি-২০ ম্যাচ জেতানো:-
মেয়েদের টি-২০ ক্রিকেটে ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা নতুন নয়। তবে ক্রিজে এসে নিজের প্রথম তথা ম্যাচের শেষ বলে ছক্কা মেরে রান তাড়া করতে নামা দলকে জয় এনে দেওয়ার ঘটনা এই প্রথম ঘটল। সেদিক থেকে দেখলে বিরল নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের সজীবন সজনা।
আরও পড়ুন:- R Ashwin Creates History: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট উইকেটের 'সেঞ্চুরি' অশ্বিনের, এই নজির ভারতের আর কারও নেই
শুক্রবার জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। মাঠে নেমে নিজের প্রথম তথা ম্যাচের শেষ বলে ছক্কা মেরে দলকে ম্যাচ জেতান সজীবন। উল্লেখযোগ্য বিষয় হল, উইমেন্স প্রিমিয়র লিগে এটিই তাঁর খেলা প্রথম বল।