টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ২৯তম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্য়াচে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ৯৫ রান তোলে পাপুয়া নিউগিনি। এরপরে ১৫.১ ওভারে তিন উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। এর ফলে সাত উইকেটে ম্যাচ জেতে আফগানিস্তান। এরফলে গ্রুপ সি-তে তিন ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিয়েছে আফগানিস্তান। এই মুহূর্তে তারা নিজেদের গ্রুপে শীর্ষস্থানে রয়েছে।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলে গ্রিক স্ট্রাইকার! দিমিত্রিয়াস ডিমানটাকোসকে কত বছরের জন্য সই করাল লাল হলুদ ব্রিগেড?
পরের রাউন্ডে জায়গা পাকা করেছে আফগানিস্তান-
চলতি বিশ্বকাপে আফগানিস্তানের এমন পারফরমেন্সের জন্য ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই কৃতিত্ব দিলেন আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান। দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সের জন্য ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতাকেই কৃতিত্ব দিলেন তিনি। আফগানিস্তান গ্রুপ পর্বে টানা তিনটি জয়ের রেকর্ড করেছে এবং টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য গ্রুপ সি থেকে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হয়ে ওঠেছে।
আরও পড়ুন… হরভজন সিংয়ের গলায় মহম্মদ আমিরের প্রশংসা! ভাইরাল ভাজ্জির ২০২১ সালের ‘ফিক্সার কো সিক্সার’ পোস্ট
পাপুয়া নিউগিনিকে সাত উইকেটে হারিয়েছে তারা-
পাপুয়া নিউগিনির বিরুদ্ধে সাত উইকেটের জয়ের পর রশিদ খান তার খেলোয়াড়দের প্রশংসা করেছেন। আফগানিস্তানের অধিনায়ক বলেন, ‘বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা রয়েছে তাদের।’ এই ম্যাচে আফগানিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পিএনজিকে ১৯.৫ ওভারে ৯৫ রানে অলআউট করে। ফাস্ট বোলার ফজল হক ফারুকি তিনটি এবং নবিন-উল-হক দুটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন… BAN vs NED: কখনই বলব না যে এটা ম্যাচ জয়ী টোটাল ছিল- ব্যাটার নয়, শাকিবের গলায় বোলারদের প্রশংসা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কৃতিত্ব দিলেন রশিদ খান-
লক্ষ্য তাড়া করতে গিয়ে গুলবাদিন অপরাজিত ৪৯ রান করেন এবং ২৯ বল বাকি থাকতেই দলকে জয়ের পথে নিয়ে যান। ম্যাচের পর রশিদ খান বলেন, ‘গত দুই ম্যাচে ওপেনাররা আমাদের ভালো সূচনা দিয়েছে। অন্যদের জন্য মাঠে কিছুটা সময় কাটানোর ভালো সুযোগ ছিল। এখানে আসার আগে আমরা ঘরোয়া প্রতিযোগিতা খেলেছি এবং দলের সকলেই ফর্মে আছেন।’ সুপার এইট পর্বে ওঠার পর এই তারকা স্পিনার বলেন, ‘এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ফল ও সৌন্দর্য, যে কারণ আপনি কন্ডিশন জানেন, তাদের মধ্যে কেউ কেউ সেন্ট লুসিয়াতে খেলেছেন এবং জানেন যে পিচটি কেমন হবে। তারা যে কোনও অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারার দক্ষতা রয়েছে এবং আশা করি আমরা আরও জিতব। ম্যাচের এই ফলাফল মাঠে খেলোয়াড়দের দলগত কাজকে প্রতিফলিত করে।’
আরও পড়ুন… UEFA EURO 2024: কবে, কোন দেশের ম্যাচ! ভারতীয় সময়ে কখন শুরু কোন দলের খেলা? দেখে নিন সম্পূর্ণ সূচি
পরের রাউন্ডে ওঠা নিয়ে কী বললেন রশিদ খান-
রশিদ খান আরও বলেন, ‘পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পেরে দারুণ লাগছে। ছেলেরা প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে। তারা জানে তাদের কী করতে হবে এবং তারা এটা দুর্দান্তভাবে করেছে, যা আমার জন্য আরও সহজ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘গুরবাজের মতো একজন খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ যে বিপজ্জনক বোলিংয়ের মোকাবেলা করতে পারে বা ফারুকির মতো একজন বোলার যে পাওয়ারপ্লেতে উইকেট নিতে পারে। ব্যাটসম্যান আক্রমণাত্মক হলে বোলার হিসেবেও আপনাকে আক্রমণাত্মক হতে হবে। বিশেষ করে যখন পিচগুলি আপনাকে সাহায্য করছে।’ ১৭ জুন নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আফগানিস্তান।