Vaibhav Suryavanshi all Record: আইপিএল ২০২৫-এর ৪৭তম ম্যাচ চিরকাল মনে রাখবে ক্রিকেট দুনিয়া। মাত্র ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী রেকর্ড বইয়ে ঝড় তুললেন। মাত্র ৩৮ বলে বিস্ফোরক ১০১ রান করার সময়ে একাধিক নজির গড়লেন রাজস্থান রয়্যালসের এই তরুণ তারকা। এই নজরকাড়া ইনিংসের সময় তিনি যেসব রেকর্ড গড়েছেন বা ভেঙেছেন, তা নীচে দেওয়া হল:
১) ৩৫ বলে শতরান করলেন সূর্যবংশী, যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। কেবল ক্রিস গেইলের ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ৩০ বলে শতরানই তাঁর আগে রয়েছে। এই শতরান ভেঙে দিল ইউসুফ পাঠানের (৩৭ বল, ২০১০) দ্রুততম ভারতীয় শতরানের রেকর্ড। অর্থাৎ কোনও ভারতীয় ক্রিকেটারের এটাই দ্রুততম শতরানের রেকর্ড।
আইপিএলের দ্রুততম শতরানগুলো:
ক্রিস গেইল ৩০ বলে ২০১৩ সালে শতরান করেছিলেন
বৈভব সূর্যবংশী ৩৫ বলে জয়পুর শতরান করলেন ২০২৫
ইউসুফ পাঠান ৩৭ রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ানস বিরুদ্ধে ২০১০ সালে শতরান করেছিলেন
২) ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে সূর্যবংশী হলেন পেশাদার ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আগের রেকর্ড ছিল বিজয় জোলের (১৮ বছর ১১৮ দিন) ২০১৮ সালে।
সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানরা:
বৈভব সূর্যবংশী ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করলেন
বিজয় জোল ১৮ বছর ১১৮ দিন ১০৯ মহারাষ্ট্র মুম্বই ২০১৮ সালে এটি করেছিলেন
৩) ৩ ইনিংসের মধ্যেই শতরান করে বৈভব গড়লেন দ্রুততম ভারতীয় সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ড ছিল মনীশ পান্ডে, পল ভলথাটি এবং প্রিয়াংশ আর্যর (৪ ইনিংসে)।
৪) ১৭ বলে ফিফটি করে আইপিএলে কোনও আনক্যাপড ভারতীয় ব্যাটারের দ্রুততম প্রথম ফিফটির রেকর্ডও গড়েছেন তিনি, যা আগে ছিল যশস্বী জসওয়ালের (১৯ বল) নামে।
আরও পড়ুন … দিল্লির পিচে কোন একাদশ নামাবে KKR? হারলেই প্লে-অফ অনিশ্চিত, যেন নাইটরা আজ থেকেই নকআউট পর্ব খেলতে নামবে!
৫) ১১টি ছক্কা হাঁকিয়ে এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ডে যৌথভাবে জায়গা করে নিয়েছেন (মুরলি বিজয়ের সঙ্গে)।
আইপিএলে ভারতীয় ব্যাটারদের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড:
মুরলি বিজয় ১১ ছক্কা মেরে ১২৭ রান করেছিলেন (৫৬ বল) ২০১০ সালে
বৈভব সূর্যবংশী ১১ ছক্কা হাঁকিয়ে ১০১ রান করেছিলেন (৩৮ বল) ২০২৫ সালে
আরও পড়ুন … ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার কার্লো আনসেলোত্তি! জুনেই নেবেন দায়িত্ব- রিপোর্ট
৬) ৯৩.০৬% রান বাউন্ডারি থেকে, যা আইপিএলে শতরানের মধ্যে সর্বোচ্চ শতাংশ। (৭ চার, ১১ ছক্কা — ৯৪ রান)
৭) ৩০ রান দেওয়া কারিম জানাতের প্রথম ওভার আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রথম ওভার।
৮) ৮৭/০ পাওয়ার প্লেতে, রাজস্থান রয়্যালসের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর।
আরও পড়ুন … ভিডিয়ো: জানো আমি কী ভেবেছিলাম? ম্যাচ শেষ করব তারপর… সামনে এল রাহুল-কোহলির আড্ডা
৯) ১৬৬ রানের ওপেনিং জুটি বৈভব সূর্যবংশী ও যশস্বী জসওয়ালের, যা রাজস্থান রয়্যালসের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।
রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ পার্টনারশিপ:
যশস্বী-সূর্যবংশী ওপেনিং জুটিতে আসে ১৬৬ রান তাও আবার মাত্র ১১.৫ ওভারে।
১০) ২৫ বল হাতে রেখে ২০০+ রান তাড়া, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বল হাতে রেখে সফল রান তাড়ার রেকর্ড।