একটা ছবির দেখতে দেখতে ২৪ দিন পেরিয়ে গিয়েছে মুক্তির। আরেকটি সবেই মুক্তি পেয়েছে বক্স অফিসে। কিন্তু প্রথমটির দাপটে নতুন ছবি হওয়া সত্ত্বেও দ্বিতীয়টি বক্স অফিসে একেবারেই মাথা তুলতে পারছে না। কাদের কথা বলছি? পুষ্পা ২ এবং বেবি জন। শনিবার কোন ছবি কত আয় করল বক্স অফিসে?
আরও পড়ুন: সিকান্দরের ঝলকেই লরেন্স বিষ্ণোইকে জবাব সলমনের? দুর্ধর্ষ অ্যাকশনে ধরাশায়ী করলেন সামুরাই বাহিনীকে
বক্স অফিসে শনিবার কত আয় করল পুষ্পা ২?
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে শনিবার, ২৮ ডিসেম্বর আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২: দ্যা রুল ছবিটি বক্স অফিসে ১২ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। চতুর্থ শুক্রবারেও এই বিপুল পরিমাণ আয়ের পর বর্তমানে ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১১৪১ কোটি ৩৫ লাখ টাকায়। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবিটি ৭২৫ কোটি ৮০ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ কমে হয় ২৬৪ কোটি ৮০ লাখ টাকা। তৃতীয় সপ্তাহে সেটা আরও একটু কমে দাঁড়ায় ১২৯ কোটি ৫০ লাখ টাকায়। চতুর্থ সপ্তাহেও যেভাবে আয় করছে তাতে মনে হচ্ছে শীঘ্রই এই ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ১৭০০ কোটি টাকার গণ্ডি টপকে যাবে।
বেবি জন ছবিটির শনিবারের বক্স অফিস আয়
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে প্রথম শনিবার বক্স অফিসে বেশ ভালোই দাপট দেখিয়েছে বরুণ ধাওয়ানের এই ছবিটি। ৪ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে এদিন ছবিটি। ফলে বর্তমানে বেবি জনের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ টাকায়। মুক্তি পায় যেদিন অর্থাৎ বড়দিনের দিন, সেদিন এই ছবিটি বক্স অফিসে ১১ কোটি ২৫ লাখ টাকা আয় করে। বৃহস্পতিবার সেই আয়ের পরিমাণ কমে হয় ৪ কোটি ৭৫ লাখ এবং শুক্রবার এই ছবিটি ৩ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা করেছে।
বেবি জন প্রসঙ্গে
বেবি জন ছবিটিতে মুখ্য ভূমিকায় বরুণ ধাওয়ানের সঙ্গে আছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, প্রমুখ। রয়েছে সলমন খানের ক্যামিও। কালেশ এই ছবিটির পরিচালনা করেছেন।
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?