আইফা ২০২২ (The International Indian Film Academy Awards)-র মঞ্চ মাতাল বলিউড আবুধাবিতে। জুন ৩ আর ৪-এ আয়োজন করা হয়েছিল আইফার। সারা আলি খান, অভিষেক বচ্চন, শাহিদ কাপুর, অনন্যা পাণ্ডে, নোরা ফতেহিরা এবার পারফর্ম করেন আইফাতে। আইফা ২০২২-এ ‘শেরশাহ’ পেয়েছে সেরা ছবির সম্মান। এই ছবির জন্যই পরিচালক বিষ্ণুবর্ধন পেয়েছেন সেরা পরিচালকের সম্মান। ভিকি কৌশল আর কৃতি শ্যানন-কে বেছে নেওয়া হয়েছে সেরা অভিনেতা আর সেরা অভিনেত্রী হিসেবে। টআইফা ২০২২-র বিজেতাদের তালিকা দেখে নিন-সেরা অভিনেতা- ভিকি কৌশল (সর্দার ইধম)সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন (মিনি)সেরা পরিচালক- বিষ্ণুবর্ধন (শেরশাহ)সেরা ছবি- শেরশাহসেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)- অ্যাসিস কর (রাতে লম্বিয়া-শেরশাহ)সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)- জুবিন নাটিয়াল (রাতে লম্বিয়া-শেরশাহ)সেরা লিরিক্স- কসুর মুনির (লহেরা দো-৮৩)সেরা সংগীত পরিচালক- এআর রহমান (অতরঙ্গি রে)/ জসলিন রয়্যাল, জাভেদ মোহসিন, বি প্রাক (শেরশাহ)সেরা অভিনেতা ডেবিউ- আহান শেট্টি (তড়প)সেরা অভিনেত্রী ডেবিউ- শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি ২)সেরা গল্প অ্যাডপটেড: কবীর খান (৮৩)সেরা গল্প অরিজিনাল: অনুরাগ বসু (লুডো)সেরা সহ-অভিনেত্রী: সাই তামহাঙ্কর (মিনি)সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো)আইফা ২০২২-র সঞ্চেলনার দায়িত্বে ছিলেন সলমন খান, মনীশ পল আর রীতেশ দেশমুখ।