শেষ ম্যাচে পঞ্জাব কিংস IPL 2025-এ তাঁদের পারফরম্যান্স দিয়ে সকলকে চমকে দিয়েছেন। এই মুহূর্তে পঞ্জাব কিংস-এর মালিক প্রীতি জিন্টা তাঁর দল, বিশেষ করে যুজবেন্দ্র চহালের ভূমিকায় একটু বেশি খুশি রয়েছেন। আর খুশি হবেন নাই বা কেন! পঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয় অর্জন করেছে এবং এই জয়ে যুজবেন্দ্র চহালের গুরুত্বপূর্ণ ভূমি𝓡কা ছিল। তাই প্রীতি আপাতত তাঁর প্রশংসা পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় চাহালকে নিয়ে তিনি একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন।
বৃহস্পতিবার প্রীতি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) -এ চহালের সঙ্গে পুরনো দিনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিটি বেশ পুরনো, য🌳েখানে প্রীতিকে আন্ডার-১৯ দলের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। যে দলে♌ কিনা চহালও উপস্থিত ছিলেন। পরের ছবিটি সাম্প্রতিক ম্যাচের যখন তিনি চহালকে জড়িয়ে ধরেছিলেন। আর তৃতীয় ছবিতে ম্যাচ শেষে দুজনেই হাসিমুখে পোজ দিচ্ছেন।
ছবিগুলি শেয়ার করতে গিয়ে প্রীতি জিন্টা লিখেছেন, ‘এটা কীভাবে শুরু হয়েছিল এবং এখন কীভাবে এগিয়ে চলেছে। ২০০৮/০৯ সালে চণ্ডীগড়ে কিংস কাপের সময় আমি চহালের সঙ্গে🥂 দেখা করেছিলাম। তখন আমি ক্রিকেট -দুনিয়ায় নতুন ছিলাম। আর ও (চাহাল) ছিল আন্ডার-১৯ ক্রিকেটার। তারপর দেখতে দেখতে ১৬ বছর কেটে গেছে। আর এই ১৬ বছরে আমি ওকে বড় হতে এবং ক্রিকেটের জগতে নিজের নাম গড়𓃲ে তুলতে দেখেছি। আমি সবসময় চেয়েছিলাম ও আমার দলে থাকুক, কিন্তু সবসময় তারকারা একসঙ্গে থাকে না… এখনও পর্যন্ত!’
প্রীতি আরও বলেছেন, ‘কেন এত বছর ধরে আমি চহালের ফ্যান, তার সবচেয়ে ভালো উদাহর✤ণ আমাদের শেষ ম্যাচ। @yuzi_chahal (চাহালকে ট্যাগ করে) তোমাকে আমার দলে পেয়ে আমি খুব খুশি। সবসময় তোমাকে হাসিখুশি এবং উজ্জ্বল দেখতে চাই।’
প্রসঙ্গত, মঙ্গলবার, যুজবেন্দ্র তাঁর অসাধারণ বোলিং দিয়েই ম্যাচের চেহারা বদলে দেন। ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে PBKS কে KKR-এর বিরুদ্ধে ১৬ রানের জয় এনে দেন তিনি। এই ম্যাচের আগে মাত্র দুটি উইকেট নেওয়া চাহাল ৪/২৮ রানে ৪ উইকেট নিয়ে তাঁর দলকে IPL ইতিহাসের 🐓সর্বনꦜিম্ন স্কোর রক্ষা করতে সাহায্য করেন। মাত্র ১১২ রানের লক্ষ্যে KKR ৯ ওভারে ৭২/৩ থেকে ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয়।
আর এর ঠিক পরেই পঞ্জাব কিংস সহ-মালিক প্রীতি জিন্টা উচ্ছ্বসিত হয়ে মাঠে নেমে আসেন। ম্যাচের নায়কꦰ যুজবেন্দ্র চাহালকে তিনি আবেগে জড়িয়ে ধরেন, বেশকিছুক্ষণ কথাও বলেন তাঁরা🤪। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়েছে। মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।