মুম্বইয়ে যারা বেড়াতে আসেন তাদের কাছে অন্যতম একটি দর্শনীয় স্থান হল শাহরুখের বাড়ি মন্নত। তবে জানলে হয়তো অবাক হয়ে যাবেন, মন্নত নয়, মুম্বইয়ে আসার পর শাহরুখ এবং গৌরী প্রথম যে বাড়িটি কিনেছিলেন সেটি হল কার্টার রোডের অমৃত। এবার সেই বাড়িটিই হতে চলেছে পুনঃনির্মাণ।
Square Feat India - এর প্রতিষ্ঠাতা বরুণ সিং সম্প্রতি E Times-এর সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্প্রতি ১০ জন নির্মাতা এই সম্পত্তির পুনঃনির্মাণে আগ্রহ জানিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত কথাবার্তা চূড়ান্ত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বোঝা যাবে কারা এই বাড়িটি পুনঃ নির্মাণের দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন: অপারেশনের পর ম্যাজিকের গতিতে কীভাবে সুস্থ হলেন সইফ, উঠছে প্রশ্ন! কী জবাব দিলেন বোন সাবা?
শাহরুখের এই সম্পত্তি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা তথা প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেছেন, শাহরুখের বিয়ের আগে সে আমার বাড়িতে থাকত। গৌরীকে বিয়ে করার পর আজিজ মির্জার মালিকাধীন একটি খালি ফ্ল্যাটে থাকতে শুরু করেছিল ও। কিন্তু পরে তারা ফিরে এলে সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হয়েছিল শাহরুখকে।
আজিজ মির্জার ফ্ল্যাট ছাড়ার পর শাহরুখ এবং গৌরী মাউন্টমেরির আসুদা কুট্টির একটি ছোট এক কামরার ফ্ল্যাটে থাকতে শুরু করেন। তখন ফ্ল্যাটের ভাড়া গুনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হত শাহরুখকে। এরপরই আসে গুড্ডু সিনেমার অফার। গুড্ডুর সিনেমার টাকা দিয়েই ৪০ লাখ টাকার বিনিময়ে এই ফ্ল্যাটে কিনেছিল শাহরুখ।
আরও পড়ুন: সব্যসাচীর ‘বিপাশা ব্লাউজ’ আজ নববধূদের প্রথম পছন্দ, এটার নেপথ্যের মজার গল্প জানেন?
বেশ কয়েক বছর এই ফ্ল্যাটে শাহরুখ থাকার পর মান্নাত কিনেছিলেন তিনি। এটি তাঁর কঠোর পরিশ্রমের ফল ছিল। মন্নত ছিল গৌরীকে দেওয়া শাহরুখের সব থেকে বড় উপহার। গৌরীও নিজের সমস্ত ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলেছিলেন নিজের সংসার। বর্তমানে গোটা পরিবারকে নিয়ে মন্নতেই থাকেন শাহরুখ।