কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের বয়সের ব্যবধান বর্তমানে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুজনকে নিয়ে একাধিক ট্রোল সোশ্যাল মিডিয়াতে। হিসেব মতো কাঞ্চনের বয়স তাঁর তৃতীয় বউ-এর দ্বিগুণেরও বেশি। যদিও শ্রীময়ী জানাচ্ছেন, বরাবরই ম্যাচিওর মানুষ তাঁর বেশি পছন্দ। ছোটেননি সিক্স প্যাক অ্য়াবসের পিছনে।
এক প্রিন্ট মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বয়স নিয়ে যারা কটাক্ষ করছেন, তাদের তুলোধনা করলেন শ্রীময়ী। তাঁকে বলতে শোনা গেল, লোকে হিংসে করছে যে ৫৩ বছর বয়সে এসে কেউ ২৬ বছরের মেয়ে পেতে পারে। সঙ্গে এটাও জানাতে ভুললেন না, একা পেলেই তিনি কাঞ্চনকে বলেন, বর নাকি তাঁর আগুন। শ্রীময়ীর কথায়, ‘আমি তো কাঞ্চনকে একান্তে বলি, তুমি এত হট’!
আরও পড়ুন: বিয়ের ২ বছরে অকাল বৈধব্য! দিদি নম্বর ১-এ স্বামীর স্বপ্ন পূরণের অঙ্গীকার মিঠিঝোরা-র পৌষমিতার
শ্রীময়ী এতদিন কাঞ্চন নামের সঙ্গে জুড়তেন ‘দা’। তাঁদের বিয়ের খবর প্রকাশ হওয়ার আগে অবধি, স্বীকার করেননি সম্পর্ক কোনওদিনই। কখনও তৃণমূলের বিধায়ককে পরিচয় দিয়েছেন শিক্ষক হিসেবে, কখনো গডফাদার, কখনও দাদা তো কখনও ভালো বন্ধু।
তবে শ্রীময়ী মেনে নিয়েছেন দাদা বলার দিন শেষ! তা কী ডাকেন তিনি কাঞ্চনকে? তাতে শ্রীময়ীর সলজ্জ জবাব ছিল, ‘বরের নাম তো মুখে আনতে নেই, মাম্মা বলে ডাকি আমি’!
আরও পড়ুন: স্ত্রী পিয়ার প্রাক্তন অনুপম বিয়ের পিঁড়িতে, মুখ খুলল ‘বউ চোর’ তকমা পাওয়া পরমব্রত
১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়েছেন কাঞ্চন। খোরপোশে দিতে হয়েছে মোটা টাকা। এরপর ১৪ ফেব্রুয়ারি দুজনে বিয়ে করে সই সাবুদ করে। কাঞ্চন জানিয়েছেন, ২০২৩ সালে কালীপুজোর পরেই বান্ধবী-র পরিবারকে কথা দিয়েছিলেন, পিঙ্কির সঙ্গে ডিভোর্স হলেই বিয়ে করবেন শ্রীময়ীকে।
আরও পড়ুন: মান্না-হৈমন্তীর সঙ্গে গান গেয়েছেন, এখন চায়ের দোকানে কাজ করেন এই বাঙালি গায়িকা
রেজিস্ট্রিটা বেশ সারপ্রাইজই ছিল শ্রীময়ীর কাছে। ভ্যালেন্টাইন্স ডে-তে বান্ধবীকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলন, পরিবার সমেত। আচমকাই হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন। হ্যাঁ বলতে দেরি করেননি শ্রীময়ী। ওমা, সামনের ঘর থেকে তখনই বেরিয়ে আসেন রেজিস্ট্রার। আগে থেকেই শ্রীময়ীর ডকুমেন্টস এমনকী ডিজিটাল সই পর্যন্ত জমা পড়ে গিয়েছিল। ফলে ভালোবাসার দিনেই চার হাত এক হয়ে যায়।