সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক'-এর মুকুটে এবার নয়া পালক, আর সেটাও এবার আন্তর্জাতিক মঞ্চে। ৬১ তম এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল (APFF61) এর জন্য নির্বাচিত হয়েছে এই ছবি৷ ১৯৫৪ সাল থেকে এশিয়া-প্যাসিফিকের ফেডারেশন অফ মোশন পিকচার প্রডিউসারস (FPA) দ্বারা আয়োজিত এই সম্মানিত আন্তর্জাতিক সিনেমা ইভেন্টটি ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনের উপর ভিত্তি করে ‘পদাতিক’ ছবিটি বানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যেখানে কিনা মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল সবটাই উঠে আসে । প্রসঙ্গত, এর আগে 'পদাতিক' 'দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছিল । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে ছবিটি ৷
আরও পড়ুন-হৃত্বিকের স্টাইলে! বলিউডি কায়দায় 'খাদান'-এর 'রাজার রাজা' হয়ে দেখা দিলেন দেব, সামনে এল ঝলক…
ছবিটি শুধুমাত্র ভারতীয় সিনেমায় মৃণাল সেনের অদম্য অবদান-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে না বরং বাংলা ছবি ও সাংস্কৃতিক গঠনে গল্প বলার শক্তিকেও তুলে ধরে।
আরও পড়ুন-এই প্রভাবশালী মহিলাদের জন্যই মেয়ের নাম 'দুয়া’ রেখেছেন রণবীর-দীপিকা, উঠে এল নতুন তথ্য…