দিল্লির সফদরজং হাসপাতালে এক আইপিএস হাসপাতালের স্টাফ ও চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সূত্রের খবর, ওই আইপিএসের নাম ব্রিজেন্দ্র কুমার যাদব। তিনি ২৪শে নভেম্বর রাতে ওই হাসপাতালে গিয়েছিলেন। তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন। আর সেই সময় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে তিনি হাসপাতালের রিসেপশনে থাকা স্টাফের সঙ্গে একেবারে আঙুল তুলে কথা বলছেন। তাঁর স্ত্রী স্পোর্টস ইনজুরি সেন্টারের সাত তলায় ভর্তি ছিলেন বলে খবর।
দাবি করা হচ্ছে হাসপাতালের স্টাফরা স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিলেন। তারপরই ওই আইপিএস দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। একাধিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে ওই ব্যক্তি তাঁর স্ত্রীর চিকিৎসার পরিষেবা নিয়ে খুশি ছিলেন না। এরপরই তিনি এনিয়ে চোটপাট শুরু করে দেন।
এদিকে সেই সংক্রান্ত একটি সিসি ক্যামেরা ফুটেজ সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে। সেখানে অবশ্য গোটা ভিডিয়োটি মিউট করা রয়েছে। তবে এটা বোঝা যাচ্ছে আপাতভাবে যে তিনি কিছুটা আঙুল উঁচিয়ে কথা বলছেন।
এদিকে এই ঘটনার কথা প্রকাশ্য়ে আসতেই ভিএমসিসি ও সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এনিয়ে তীব্র নিন্দা করেছে। তাদের দাবি ওই আইপিএস যে ধরনের ব্যবহার করেছে তা একেবারেই মানা যায় না।