সপ্তাহের শুরুতেই প্রায় এক মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল সোনা। সেখান থেকে মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়াল হলুদ ধাতু। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,৪৮৯ টাকা। একইভাবে বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৫৬ শতাংশ বেড়ে ঠেকেছে ৬৫,৪৮০ টাকায়।
গত সেশনে ভারতীয় বাজারে অনেকটা কমেছিল সোনা এবং রুপোর দাম। ১০ গ্রাম সোনার দাম ১.৬ শতাংশ বা ৮৫০ টাকা কমে গিয়েছিল। শুধু তাই নয়, টানা ছ'দিন ভারতীয় বাজারে পতনের সাক্ষী ছিল হলুদ ধাতু। অন্যদিকে, সোমবার এক কিলোগ্রাম রুপোর দাম কমেছিল ২.২৫ শতাংশ বা ১,৫০০ টাকা।
ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে
বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। গত সেশনে প্রায় এক মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে যাওয়ার পর মঙ্গলবার হলুদ ধাতুর দাম কিছুটা বেড়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৯০২.৪৬ ডলার। অন্যান্য মূল্যবান ধাতকুর মধ্যে বেড়েছে রুপোর দাম। এক আউন্স রুপোর দাম এক শতাংশ বেড়ে ২৩.৮৫ ডলারে ঠেকেছে। বেড়েছে হিরের দামও।
মঙ্গলবার কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে (জিএসটি ছাড়া)?