একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। আত্মহত্যার চেষ্টা করার জন্য রেল লাইনের ওপর শুয়ে পড়লেন বৃদ্ধ। কিন্তু, তার ওপর দিয়ে মালগাড়ি চলে যাওয়ার পরেও বেঁচে গেলেন তিনি। শুধু তাই নয়। ওই ব্যক্তি কার্যত অক্ষত থাকলেন। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা রেলওয়ে স্টেশনে। সেই ঘটনার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মৃত্যুর হাত থেকে যেভাবে ওই বৃদ্ধ বেঁচে গেলেন তা দেখে নেটিজেনরা। অনেকেই আবার তার সাহসিকতার জন্য প্রশংসা করেছেন।
আরও পড়ুন: রেল লাইন পার হচ্ছিল হাতি, দেখেই দূরে ট্রেন থামিয়ে প্রাণ বাঁচালেন চালক
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ রেল লাইনে শুয়ে আছেন। প্রাথমিকভাবে ভিডিয়ো দেখে মনে হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে সে তার মন পরিবর্তন হয়। ভিডিয়োতে দেখা যায়, রেলওয়ের কয়েকজন আধিকারিক এবং প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা তাকে সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু, সেই সময় মালগাড়ি চলে আসে। তখন প্ল্যাটফর্মে উপস্থিত থাকা লোকজন ভেবেছিলেন হয়ত বৃদ্ধ মালগাড়ির চাকায় কাটা পড়েছেন। কিন্তু, মালগাড়িটি পার হওয়ার পর আশ্চর্যজনকভাবে বৃদ্ধকে জীবিত অবস্থায় বেরিয়ে আসতে দেখা যায়। বৃদ্ধ যেভাবে মৃত্যুর হাত থেকে বাঁচতে ফিরেছেন তাতে বিস্মিত সকলেই। এরপর বৃদ্ধ সেখান থেকে বেরিয়ে আসলে পুলিশ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়।