'মানব পাচার'-এর সন্দেহে ফ্রান্সে গত পরশু আটকানো হয়েছিল একটি বিমানকে। সেই বিমানেই ছিলেন ৩০৩ জন ভারতীয়। এরপর থেকে গত দু'দিন ধরে ফরাসি বিমানবন্দরেই বিছানা করে শুয়ে বসে সময় কাটাচ্ছেন তাঁরা। এই আবহে আর কতদিন ফ্রান্সে থাকতে হবে এই ভারতীয়দের? নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক যদি অবৈধ ভাবে ফ্রান্সে প্রবেশ করে, সেই দেশের বর্ডার পুলিশ সর্বোচ্চ চারদিন পর্যন্ত তাদের আটক করে রাখতে পারে। এরপর বিচারক তাদের আটকে রাখার সময়ীসা ৮ দিন পর্যন্ত বাড়াতে পারেন। কোনও কোনও ক্ষেত্রে সেই সময়সীমা ২৬ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই আবহে ফরাসি আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হবে আগামিকাল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে এই ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে। (আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার মন্দিরে খলিস্তানি হামলা নিয়ে মুখ খুলল US, হাঁটল না 'কানাডার পথে')
জানা গিয়েছে, আপাতত জেলে নয়, বরং বিমানবন্দরেই আটক আছেন সেই বিমানে থাকা শতাধিক ভারতীয়। তবে তাদের বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ করা হয়নি। বিমানের ক্রুদের জেরা করা হয়েছে। এদিকে সেই বিমানটিকেও ফরাসি বিমানবন্দকে আটকে রাখা হয়েছে। তবে বিমানে থাকা ভারতীয়দের খেয়াল রাখা হচ্ছে। এই আবহে ফরাসি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই সবের মাঝেই উড়ান সংস্থার আইনজীবী কথা বলেছে ফরাসি প্রশাসনের সাথে। রিপোর্ট অনুযায়ী, যে বিমানে করে এই ভারতীয়দের মধ্য আমেরিকার দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি এ৩৪০। রোমানিয়ার 'লেজেন্ড এয়ারলাইন্স' নামক সংস্থার দ্বারা বিমানটি পরিচালিত হয়। আপাতত এই বিমানটিকে ফ্রান্সের ভাট্রি বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। এই বিমানবন্দরটি ফ্রান্সের রাজধানী প্যারিসের থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন: এবার ভারতের পতাকাবাহী জাহাজেই ড্রোন হামলা, বহন করছিল অশোধিত তেল