KMC Online Property Tax Submission Update: অনলাইনে বন্ধ সম্পত্তি কর জমা, জানাল কলকাতা পুরসভা, ফের কবে চালু পরিষেবা? Updated: 07 Oct 2024, 05:36 PM IST Abhijit Chowdhury আগামী ২ সপ্তাহ অফলাইনে সম্পত্তি কর জমা দেওয়া যাবে না কলকাতা পুরসভার অফিসে গিয়ে। তবে এই সময়ে অনলাইনেও বন্ধ থাকবে এই পরিষেবা। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুরসভার তরফ থেকে। ফের কবে থেকে চালু হবে অনলাইনে কর দানের পরিষেবা?