রাজ্যের শিল্পায়নের টুপিতে নয়া পালক। বর্ধমানের পানাগড়ের শিল্পতালুকে চালু হয়ে গেল নয়া কারখানা। পলিফিল্মস তৈরি হবে এই কারখানায়। কারখানাটি ধানসেরি গোষ্ঠীর। গতকাল ভার্চুয়াল মাধ্যমে সেই কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নয়া কারখানায় উৎপাদন চালু হওয়ায় এখানে অনেকে চাকরি পাবেন।