Kuller Achaar Review: শুরুতে বেশি 'টেস্ট' নেই, যত সময় যাবে তত জমবে 'কুলের আচার' - কেমন হল সিনেমা?
- 'টক, ঝাল, মিষ্টি'- সংমিশ্রমণ করতে গিয়ে শুরুটা তেতো হয়ে গিয়েছিল। হাসির দৃশ্যগুলি অতিরঞ্জিত মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে ফাটিয়ে দিল 'কুলের আচার'। বারবার চমকেও দিয়েছে। কেমন হল বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, ইন্দ্রাণী হালদার ও নীল মুখোপাধ্যায়ের অভিনয়, দেখে নিন ‘কুলের আচার’-র রিভিউ -