জলের তোড়ে ভেঙে পড়ল রাস্তা! অসমের বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর দৃশ্য একনজরে
অসমে টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্ত প্রায় ২৫ হাজার মানুষ। উঠে আসছে মৃত্যুর খবরও। সেরাজ্যের ছয় জেলার বন্যা পরিস্থিতি রীতিমতো উদ্বেগে রেখেছে। ডিমা হাসাও-এর হাফলং-এ জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তা। অসমের হাজোই থেকে পূর্ব কারবি আংলংয়ের রাস্তাও বন্যার জলে ডুবে গিয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সেখানের সড়ক যোগাযোগ। হাজোই এলাকার পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বন্যার জলে ডুবে গিয়েছে হাজার হাজার একরের ফসলের জমি। বিপদগ্রস্তদের উদ্ধারে নেমেছে সেনা, এসডিআরএফ সহ বিভিন্ন ফোর্স।