By
Published 11 Apr, 2025
Hindustan Times
Bangla
আজ ১১ এপ্রিল, জাতীয় পোষ্য দিবস। এদিন পোষ্যদের সঙ্গে নানান মুহূর্ত পোস্ট করেছেন মিমি চক্রবর্তী।
পোষ্যদের সঙ্গে আদুরে ছবি দিয়ে মিমির ক্যাপশান, 'মাই ওয়ার্ল্ড, মাই লাইফলাইন, মাই হ্য়াপিনেস'।
পোষ্য অন্ত প্রাণ মিমির। তাঁর বাড়িতে রয়েছে একাধিক কুকুর।
মিমির ৪ পোষ্যের নাম হল, জাদু, ম্যাক্স, চিকু ২। এছাড়াও আরও একটি দেশি কুকুরও রয়েছেন তাঁর।
২০২১ সালের এপ্রিলে ক্যানসারে মারা যায় তাঁর দীর্ঘদিনের সঙ্গী চিকু। সেসময় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
এরপর,চিকু জুনিয়র (ল্যাব্রাডার)-কে ঘরে এনেছিলেন মিমি।
মাঝেমধ্যেই পোষ্যদের সঙ্গে নানান খুনসুটির ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
এই ছবিতে মিমির আদর খেতে দেখা যাচ্ছে তাঁর পোষ্যকে।
পোষ্যদের সঙ্গেই ঘুমোচ্ছেন মিমি।
মিমির মায়েরও সঙ্গী তাঁর পোষ্য।
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।
caco88