By Sayani Rana
Published 17 Mar, 2025
Hindustan Times
Bangla
রাতে ব্রাশ না করলে বাড়বে হৃদরোগের ঝুঁকি! কেন জানেন?
অনেকেরই রাতে ব্রাশ করার অভ্যাস নেই। কিন্তু চিকিৎসকরা বলছেন, ব্রাশ না করলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়।
pexels
গবেষণা বলছে, মৌখিক স্বাস্থ্যের (ওরাল হেলথ) অবহেলায় হৃদরোগের ঝুঁকি বাড়ে, এমনকি হৃদস্পন্দন থেমে যাওয়ারও আশঙ্কা থাকে।
pexels
মুখের ব্যাকটেরিয়া রক্তে মিশে প্রদাহ (ইনফ্লেমেশন) সৃষ্টি করতে পারে।
pexels
এর ফলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়।
pexels
আরও একটি গবেষণায় দেখা গিয়েছে, দিনে অন্তত তিনবার ব্রাশ করলে হৃৎপিণ্ড সুস্থ থাকে।
pexels
নিয়মিত ব্রাশ না করলে দাঁতের ক্ষয় (ক্যেভিটি) সহ অন্যান্য মৌখিক সমস্যা দেখা দিতে পারে।
pexels
তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, নিয়মিত দুবার দাঁত মাজার। পাশাপাশি দাঁত পরীক্ষা করানোও উচিত।
pexels
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88