By
Published 21 Feb, 2025
Hindustan Times
Bangla
আজ ২১ ফেব্রুয়ারি, ২০২৫। এদিন জীবনের আর একটা বসন্ত পার করে ফেললেন রাজ চক্রবর্তী।
হ্যাঁ, রাজ চক্রবর্তীর জন্মদিন। ভালোবাসার মানুষের জীবনের বিশেষ এই দিনে একাধিক অদেখা ছবি শেয়ার করেছেন শুভশ্রী।
মিমির সঙ্গে বিচ্ছেদের পর একসময় শুভশ্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেন রাজ। একে অপরের প্রেমে থাকাকালীন একাধিক ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
বেশ ঘটা করেই একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ-শুভশ্রী।
রাজ-শুভশ্রীর প্রেমের গল্প রূপকথার থেকে কিছু কম রোমাঞ্চকর নয়।
'হ্যাপি বার্থডে পার্টনার' ক্যাপশানে ভালোবাসা মাখা ছবিগুলি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
শুভশ্রী লেখেন, 'শুভ জন্মদিন পার্টনার। তোমার জীবন আনন্দে পূর্ণ হোক, এই কামনা করি, মাই লাভ। আমি জানি না কীভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার সঠিক অনুভূতি জানতে পেরেছেন...।'
'হ্যাপি বার্থডে পার্টনার' ক্যাপশানে ভালোবাসা মাখা ছবিগুলি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
নিজেদের প্রেম নিয়ে রাজ-শুভশ্রী কিছু কম ট্রোল হননি। তবে ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেননি তাঁরা।
বহুবার তাঁরা একে অপরের ভালোবাসায় ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।
caco88