মেলায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল ১ মহিলার। ঘটনা হাওড়ারপেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলায় প্রাচীন পৌষকালী পুজোর মেলার। নিহত মহিলার নাম বৈশাখী বাগ (৩৮)। এই ঘটনায় বেলুন বিক্রেতা নেপাল দলুইয়ের একটি পা উড়ে গিয়েছে। তাঁকে SSKMএ স্থানান্তরিত করা হয়েছে।কাঁচারিপাড়ার পৌষকালী পুজোর মেলা বহু পুরনো। প্রতি বছর মেলায় ভিড় করেন আসেপাশের গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সেই মেলায় গ্যাসবেলুন বিক্রি করছিলেন নেপাল দলুই নামে এক ব্যক্তি। সিলিন্ডার থেকে গ্যাস ভরার সময় হঠাৎ প্রবল বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশাখী বাগ নামে এক মহিলার। বেলুন বিক্রেতা নেপাল দলুইয়ের ডান পা উড়ে যায় বিস্ফোরণে। বিস্ফোরণের অভিঘাতে জ্ঞান হারান আরও এক মহিলা।হতাহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাজির হন বিধায়ক চিকিৎসক নির্মল মাজি। গুরুতর আহত নেপালবাবুকে SSKM হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় রওনা করা হয়। নিহত বৈশাখীদেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে।এই ঘটনার পর মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কোনও সুরক্ষা ছাড়া কী ভাবে মেলায় গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল সেই প্রশ্ন উঠেছে। ঘটনার জেরে ভেঙে পড়েছে বৈশাখীদেবীর পরিবার। এই ঘটনার জন্য মেলার উদ্যোক্তাদের দায়ী করছেন তাঁরা।