মায়াপুর মাতোয়ারা দোলের উত্সবে, দেখুন সেখান থেকে সরাসরি সম্প্রচার
1 মিনিটে পড়ুন Updated: 09 Mar 2020, 01:42 PM IST-
মায়াপুর ইসকন সূত্রে খবর এবছর প্রায় তিনশো বিদেশি ভক্ত কম এসেছেন। জানা গিয়েছে চিন থেকেই এবার ৪৫ জন ভক্তের আসার কথা ছিল, এসেছেন মাত্র দুজন। তাও অনেক আগেই তাঁরা ভারতে পৌঁছেছেন। বিদেশি ভক্ত যারা এসেছেন তাঁদেরও মাস্ক পরেই ঘুরতে দেখা যাচ্ছে।
তবে এদিনও নিয়ম মেনেই পালিত হচ্ছে সব অনুষ্ঠান। নানা ভাষার মানুষের সম্মলিত কৃষ্ণনামের উচ্চারণে মুখরিত মায়াপুরের আকাশ-বাতাস। দোলের দিন নবদ্বীপ-মায়াপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেও সবরমক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে।