মন্দারমণির হোটেল থেকে তৃণমূল কংগ্রেস নেতার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। কারণ সাতসকালে সৈকতনগরীর বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার হয় তৃণমূল কংগ্রেস নেতার ঝুলন্ত দেহ। মন্দারমণিতে এমন ঘটনা বড়দিনের প্রাক্কালে জেলা পুলিশকে ভাবিয়ে তুলেছে। কেন এমন ঘটনা ঘটল? এটা কি আত্মহত্যা নাকি খুন? এই হোটেলে তাঁর সঙ্গে কে ছিল? সে কোথায় এখন? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। হোটেলের কর্মীদের এখন পড়তে হচ্ছে নানা প্রশ্নের মুখে।
স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল কংগ্রেস নেতার নাম আবুল নাসার। এই তৃণমূল কংগ্রেস নেতা আমডাঙ্গার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। এই মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। দু’দিন আগে এই তৃণমূল কংগ্রেস নেতা মন্দারমণিতে এসে হোটেল ভাড়া করে থাকেন। তাঁর সঙ্গে আর একজন মহিলা ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। তাই তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে খোঁজা শুরু করেন। হোটেলের রেজিস্ট্রার খাতা থেকে তথ্য জোগাড় করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বলতে চাইছেন না। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের কর্মীদের। যোগাযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্যদের সঙ্গে।
আরও পড়ুন: পড়াশোনার ইচ্ছা থাকলেও সঙ্গতি নেই, দুঃস্থ ছাত্রীর কথা জেনে এগিয়ে এলেন আইআইটির প্রাক্তনী
পুলিশ সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে মন্দারমণি বেড়াতে এসেছিলেন ওই তৃণমূল কংগ্রেস নেতা। কিন্তু তার মধ্যে হঠাৎ কেমন করে তাঁর মৃত্যু হল সেটা ভাবাচ্ছে সকলকেই। যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সেখানে আরও একজন ছিলেন। তিনি মহিলা বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তৃণমূল কংগ্রেস নেতার এক বান্ধবীকে আটক করা হয়েছে। চলছে দফায় দফায় জেরা। স্ত্রীর দাবি খুন করা হয়েছে। অন্য কোনও মহিলা হলে পরকীয়ার বিষয়টি খতিয়ে দেখতে হবে? তৃণমূল কংগ্রেস নেতার বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তখনই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।