আজ, বৃহস্পতিবার রায়গঞ্জের দেবীনগরে ভোরবেলায় বোমা–গুলির শব্দে ঘুম ভাঙল বাসিন্দাদের। তবে এই বোমাবাজি এবং গুলি নিয়ে হামলা চালানো হয় এখানের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে মারার জন্য। গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান নিজেই। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভোরবেলায় এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে আজ রায়গঞ্জের দেবীনগরে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চালানোর ঘটনা নিয়ে এখন ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে দেবীনগর এলাকায়। এখানের পঞ্চায়েত প্রধান মহিলা। তাই তাঁকে ভয় দেখাতেই এমন কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আবার পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তাঁকে প্রাণে মেরে ফেলতেই এই হামলা চালানো হয়েছে। কারণ তাঁর বাড়ি লক্ষ্য করেই চলেছে গুলি ও বোমা। কে বা কারা করল? কেন করল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ দেবীনগরে এসে এলাকা পরিদর্শন করেছে। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছে। বাড়ির কোথায় বোমা মারা হয়েছিল সেটাও খতিয়ে দেখেছে পুলিশ।
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তালা পড়ল বিজেপি পার্টি অফিসে, যাদবপুর–জয়নগর কার্যালয় বন্ধ
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেউ কিছু দেখেছে কিনা। পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পঞ্চায়েত প্রধানের বাড়িতে চলেছে গুলি ও বোমা। বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ ভোররাতে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক দুষ্কৃতী হামলা চলেছে। যার তদন্ত শুরু হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তবে সেখান থেকে এখনও তেমন কিছু বেরিয়ে আসেনি। পুলিশ চেষ্টা করছে আসল মাথাকে ধরতে। তার জন্য তল্লাশি জারি আছে।