কলকাতার মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের আগেই ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় বিধ্বংসী ওই আগুনে ২ শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রীর দফতর থেকে এক সোশ্যাল মিডিয়া বার্তায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। যদিও এই ঘটনায় রাজ্য সরকারের তরফে এখনও কোনও ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি। বুধবার দিঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দফতর থেকে প্রকাশিত সোশ্যাল মিডিয়া বার্তায় লেখা হয়েছে, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকাহত। যাঁদের প্রিয়জন বিয়োগ হয়েছে তাদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। নিহতদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।
বলে রাখি, মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা প্রায় সবাই ভিনরাজ্যের বাসিন্দা। ব্যবসায়িক বা অন্য কোনও কাজে কলকাতা এসেছিলেন তাঁরা। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এর পর নিহতদের উদ্ধার করে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ৮ জনের দেহ এখনও শনাক্ত হয়েছে বলে জানা গিয়েছে।
ওদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও নগরপাল মনোজ ভার্মা। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রীমশাই। ওদিকে স্থানীয়দের দাবি, টাকা খেয়ে বারের লাইসেন্স দেওয়াতেই সর্বনাশের শুরু।