আজ মহরম। তাই শহরের নিরাপত্তা সুদৃঢ় করতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে, আজ বুধবার শহরজুড়ে প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন থাকছেন। কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় প্রায় ২৩০টি ছোট মিছিল এবং ১২টি বড় মিছিল বের হওয়ার কথা আছে। তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতায় মুসলিম সম্প্রদায় মহরম উপলক্ষ্যে তাজিয়া বের করে। শহরজুড়ে হয় একাধিক মিছিল শুরু হতে চলেছে। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং বিশৃঙ্খলা তৈরি যাতে না হয় তার জন্যই তৎপর থাকবে পুলিশ। সুতরাং এই তাজিয়া, মিছিল বের হলে যানজটের সমস্যা হতে পারে। তার জন্যই ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
এদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত স্থানগুলিতে থাকবে যথেষ্ট পরিমাণে পুলিশ পিকেট। ২০০টি পুলিশ পিকেটিং থাকবে মহানগরীতে। কলকাতা পুলিশের পেট্রোলিং গাড়ি গোটা শহরে টহল দেবে। মহরম উপলক্ষ্যে ৫টি বড় তাজিয়া বের হতে চলেছে। পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একটি তাজিয়া পৌঁছবে শিয়ালদায়। শামসুর হুদা ও রাজাবাজার থেকেও একটি করে মিছিল আসবে শিয়ালদায়। তারপর তিনটি মিছিল একসঙ্গে বেলেঘাটায় যাওয়ার কথা রয়েছে। আর কলুতলা থেকে শুরু করে রবীন্দ্র সরণী, ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে।
আরও পড়ুন: বিধানসভায় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন, পাঁচদিন পরই বসছে অধিবেশন
অন্যদিকে কলকাতা শহরজুড়ে মহরম উপলক্ষ্যে আরও একাধিক তাজিয়া বের হওয়ার কথা আছে। প্রত্যেকটি তাজিয়াকে এসকর্ট করবেন স্থানীয় থানার পুলিশ অফিসাররা। মিছিল যেখানে শেষ হবে সেখানে দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। তাজিয়ার পথে যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ–সহ উচ্চপদস্থ অফিসাররাও রাস্তায় থাকবেন। মেটিয়াব্রুজ এবং ওয়াটগঞ্জ এলাকায় বেশি মিছিল বের হয়। তাই এখানে যান নিয়ন্ত্রণ করা হবে। এই সমস্ত এলাকায় বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্মীদেরকে।