সদ্য বাংলাদেশের বুকে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে দামিনে মুক্তি দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তবে তারপরই জামিন স্থগিতের আবেদনও হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে তুঙ্গে চলছে আলোচনা। এরই মাঝে এই হিন্দু সন্ন্যাসীর জামিন নিয়ে ইউনুস সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এক ফেসবুক পোস্টে হাসনাত, চিন্ময়কৃষ্ণের জামিন নিয়ে টেনে এনেছেন ভারত প্রসঙ্গ। পোস্টে হাসনাত লেখেন,' চিন্ময়ের জামিনকে কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।' এরই সঙ্গে তিনি লিখেছেন,' চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হল?' এরপরই হুঁশিয়ারির সুর চড়া করে তিনি লেখেন,'ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের উপর দাড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।' হাসনাতের এই পোস্টে একাধিক কমেন্টও আসতে থাকে। সেখানে কেউ লেখেন,'বাংলার জমিনে ভারত প্রীতির ঠাই নাই, ভারতের আধিপত্য ৫আগস্টেই শেষ হয়েছে।' আরও একজন লেখেন,'আসিফ নজরুল এর পদত্যাগ চাই।'
( ‘লড়াই শেষ হয়নি..’ পহেলগাঁও নিয়ে দিল্লি থেকে রণগর্জন অমিত শাহের, বললেন,'চুন চুনকে জবাব')
(মে মাসেই সিংহে এন্ট্রি নেবেন কেতু! দুর্ভোগ দূর করে ধুন্ধুমার উন্নতি ধনু সহ ৩ রাশিতে)
( দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মাঝে ভারতের সামরিক শক্তি বাড়াতে কী পাঠাচ্ছে আমেরিকা?)
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। পরদিন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে হাইকোর্টে চলে মামলা। চিন্ময়ের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার জেরে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। বাংলাদেশের মিডিয়ার প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার সেদেশের হাইকোর্টে জামিন পান চিন্ময়কৃষ্ণ। এদিকে এই জামিন স্থগিত চেয়ে আবেদন জানিয়েছে সরকারপক্ষ। এই আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতে আগামী রবিবার শুনানি হতে পারে। এমনই তথ্য উঠে আসছে বাংলাদেশের মিডিয়া রিপোর্ট ঘিরে।