আক্ষরিক অর্থেই ছক্কার ছড়াছড়ি। ১০ ওভারের ক্রিকেটে ব্যাট হাতে ছক্কার ফুলঝুরি ফুটিয়ে বিরল নজির গড়লেন আসজাদ বাট। ইউরোপীয়ান টি-১০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করার সর্বকালীন রেকর্ড গড়লেন সোহেল হসপিটলেটের ক্যাপ্টেন তথা ওপেনার।
বুধবার ইসিএস স্পেনের ৮৬তম ম্যাচে সম্মুখসমরে নামে কাতালুনিয়া ড্রাগনস ও সোহেল হসপিটলেট। বার্সোলোনার মন্টজুইক অলিম্পিক গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ম্যাচটি। টস জেতেন সোহেল হসপিটলেটের ক্যাপ্টেন আসজাদ। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কাতালুনিয়া ড্রাগনসকে।
সুতরাং, টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কাতালুনিয়া। তারা নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন আদিল শাহ ওপেন করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। তিনি ২৮ বলে ৭১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আদিল ৩টি চার ও ৮টি ছক্কা মারেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী হাফ-সেঞ্চুরি করেন সুফিয়ান ইলাহি। তিনি ৮টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন। এছাড়া প্রিন্স ধীমান ৪ বলে ৫, রাজা ওয়াকার ৬ বলে ৬ ও উনীব শাহ ৩ বলে ৮ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- IPL 2024 Schedule: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, দেখুন সম্পূর্ণ সূচি
সোহেল হসপিটলেটের হয়ে খরুচে বোলিং করেন প্রায় সকলেই। তবে তারই মধ্যে নজর কাড়েন উমের মহম্মদ। তিনি ২ ওভারে ১৫ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি। ১ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট দখল করেন ওয়াকার হাসান। ২ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নেন মইন সাফদার।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রঞ্জি চ্যাম্পিয়ন হলেই BMW গাড়ি ও কোটি টাকার আগাম পুরস্কার ঘোষণা তিলকদের জন্য
পালটা ব্যাট করতে নেমে সোহেল হসপিটলেট কার্যত ধ্বংসলীলা চালায়। তারা মোটে ৫.৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, মাত্র ৩৩ বলেই দেড়শো টপকে ম্যাচ জেতে সোহেল হসপিটলেট। ওপেন করতে নেমে ক্যাপ্টেন আসজাদ মাত্র ২১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ইউরোপীয়ান টি-১০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করার সর্বকালীন রেকর্ড এটি। এমনকি ১০ ওভারের ক্রিকেটে সার্বিকভাবে এর থেকে কম বলে সেঞ্চুরি বেনজির।