KCA banned Sreesanth for 3 years: কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (KCA) এস শ্রীসন্তকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। ভারতের প্রাক্তন পেসারের বিরুদ্ধে মিথ্যা ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে এবং সেই কারণেই তিন বছরের জন্য শ্রীসন্তের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেসিএ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে সঞ্জু স্যামসনের অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KCA) বিরুদ্ধে শ্রীসন্ত যে মন্তব্য করেছেন, সেটিকে ভিত্তিহীন এবং অপমানজনক বলেই মনে করেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই কারণেই কেসিএ-র পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেসিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত ৩০ এপ্রিল কোচিতে অনুষ্ঠিত তাদের সাধারণ সভার বিশেষ বৈঠকে নেওয়া হয়েছে। বর্তমানে শ্রীসন্ত কেরালা ক্রিকেট দলের ‘কোল্লাম এরিস’ ফ্র্যাঞ্চাইজি দলের সহ-মালিক। এর আগে এই বিতর্কিত মন্তব্যের কারণে শ্রীসন্ত, কোল্লাম টিম, আলাপ্পুঝা টিম লিড এবং আলাপ্পুঝা রিপলসকে কারণ ব্যাখ্যা করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি দলগুলো সন্তোষজনক উত্তর দিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে দল পরিচালনার সদস্যদের নিয়োগে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন … টস জয়ের রহস্য জেনে গেছেন হার্দিক? বড় ইঙ্গিত দিলেন দীপ দাশগুপ্ত! পান্ডিয়ার ক্লাসে রিয়ান
এছাড়াও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিবৃতিতে জানানো হয়েছে যে সঞ্জু স্যামসনের নাম ব্যবহার করে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য তার বাবা স্যামসন বিশ্বনাথ এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি করা হবে। দুবারের বিশ্বকাপজয়ী শ্রীসন্ত একটি মালয়ালম টেলিভিশন চ্যানেলের আলোচনায় স্যামসন ও কেসিএ সম্পর্কিত মন্তব্য করায় কেসিএ তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
আরও পড়ুন … ভিডিয়ো: কোথায় গেল বল? RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য
কেসিএ স্পষ্ট করে বলেছে যে, এই নোটিশ স্যামসনকে সমর্থন করার কারণে নয়, বরং কেসিএর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করার জন্য পাঠানো হয়েছে। শ্রীসন্ত টিভিতে স্যামসনের প্রতি সমর্থন জানিয়ে কেসিএর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি স্যামসন ও কেরালার অন্যান্য খেলোয়াড়দের পক্ষে দাঁড়ানোর কথাও বলেছিলেন।
আরও পড়ুন … ওতো বোলিংয়ের ডন ব্র্যাডম্যান… কিংবদন্তির সঙ্গে বুমরাহর তুলনা করলেন অজি তারকা গিলক্রিস্ট
এই মন্তব্যগুলি তিনি করেন যখন বিজয় হাজারে ট্রফির জন্য কেরালা দল থেকে স্যামসনকে বাদ দেওয়া নিয়ে কেসিএর সমালোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, কেসিএর এই সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে স্যামসনের সুযোগের ওপর প্রভাব ফেলেছে।