রোহিত শর্মা ও গম্ভীরের ভারতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক লিগ টি২০ নিবিড়ভাবে অনুসরণ করছিল। সেখানকার ধীরগতির পিচ দেখেই তারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল। স্কোয়াড ঘোষণার শেষ মুহূর্তে অতিরিক্ত স্পিনার বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
বরুণ চক্রবর্তী ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স এবং দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেকের পর দল তাঁকে ওপেনার যশস্বী জসওয়ালের জায়গায় অন্তর্ভুক্ত করে। বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার দ্বিতীয় ওয়ানডে খেলেন এবং দুর্দান্ত পাঁচ উইকেট শিকার করে দলের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন।
আরও পড়ুন … CT 2025: কেউ ট্র্যাভিসকে আউট করে দাও… IND vs AUS ম্যাচের আগে রোহিতকে সতর্ক করলেন মঞ্জরেকর
সেমিফাইনালের নামার আগে রোহিত শর্মা বলেন, ‘এখানকার পিচের অবস্থা দেখে এবং দুবাইয়ে গত দুই মাসে যা ঘটেছে তা শুনে আমরা বুঝতে পারছিলাম যে উইকেট ধীরগতির হবে।’ পিটিআই-এর উদ্ধৃতি অনুসারে রোহিত শর্মা আরও বলেন, ‘আমরা ILT20 দেখছিলাম এবং বুঝতে পারছিলাম যে স্লো বোলাররা এখানে অনেক বেশি কার্যকর হতে পারে। যদি অতিরিক্ত ব্যাটারের প্রয়োজন হয়, তবে যেহেতু ঋষভ (পন্ত) আছেন, তাই আমরা ভেবেছিলাম অতিরিক্ত স্পিন বিকল্প থাকলে সেটি আমাদের জন্য লাভজনক হতে পারে।’
আরও পড়ুন … IML 2025: ৫৫ বলে অপরাজিত ৮২ রান আমলার! ঝড় পিটারসেনেরও, ইংরেজদের ওড়ালেন প্রোটিয়ারা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত তার দলের প্রশংসা করেন। যেহেতু টিম ইন্ডিয়ার প্রত্যেকে প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ও দুবাইয়ের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিয়েছে তা দেখে রোহিত খুবই খুশি। রোহিত শর্মা বলেন, ‘এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সৌভাগ্যক্রমে, আমরা এখানে পাঁচ-ছয় দিন আগে এসে ভালোভাবে অনুশীলন করতে পেরেছি এবং (আইসিসি) অ্যাকাডেমির পিচগুলো অনেকটাই একই রকম ছিল যেগুলো আমরা আসল ম্যাচে পাচ্ছি। তাই যখনই কোনও নতুন পিচে খেলতে হয়, মানিয়ে নেওয়াটা মূল চাবিকাঠি, আর আমরা গত তিনটি ম্যাচে সেটা খুব ভালোভাবেই করেছি।’
আরও পড়ুন … CT 2025: IND vs NZ ম্যাচে উইকেটের পিছনে ব্যর্থ রাহুল, তাহলে কি সেমিতে পন্ত খেলবেন?