তরুণ ভারতীয় ক্রিকেটার শুভমন গিল বুধবার রাঁচি বিমানবন্দরে রবিন মিঞ্জের পিতা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের সঙ্গে দেখা করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলার পর ভারতীয় দল যখন শহর ছাড়ছিল তখন ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের সঙ্গে দেখা করেন শুভমন গিল। আসলে রবিনের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন।
ডিসেম্বরে আইপিএল ২০২৪ নিলামে, গুজরাট টাইটানস রবিনকে ৩.৬ কোটি টাকায় সই করেছিল। রবিনই প্রথম আদিবাসী ক্রিকেটার যিনি আইপিএল খেলেছেন। রবিনের বাবার সঙ্গে একটি সংক্ষিপ্ত চ্যাট করেছিলেন শুভমন গিল। বিমানে ওঠার আগে তিনি হাত নেড়েছিলেন এবং এমনকি বাড়ি ফেরার ফ্লাইটে উঠার আগে তাঁর সঙ্গে একটি ছবির জন্য পোজও দিয়েছিলেন। গিল তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, রবিনের বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের এই পদক্ষেপের প্রশংসা করছেন ভক্তরা। ভক্তেরা লিখেছেন, ‘রবিন মিঞ্জের বাবার সাথে দেখা করে সম্মানিত। আপনার যাত্রা এবং কঠোর পরিশ্রম অনুপ্রেরণাদায়ক। আপনাকে আইপিএলে দেখার জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন… BCCI Annual Contract: আকাশদের জন্য বোর্ডকে বাহবা শাস্ত্রীর, ইশান ও শ্রেয়সকে সান্ত্বনা দিয়ে কী লিখলেন
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের জন্য শুভমন গিলকে অভিনন্দন জানিয়েছেন রবিন মিঞ্জের পিতা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ। তাঁর ছেলেকে কেনার জন্য গুজরাট টাইটানসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। গুজরাট টাইটানসের অধিনায়ক হওয়ার পরে, গিল তার ক্যারিয়ারে এই মরশুমে প্রথমবারের মতো আইপিএল দলের নেতৃত্ব দিতে চলেছেন। তিনি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন যিনি আমদাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দুটি মরশুম কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে পুনরায় যোগ দেন। এরপর মুম্বই তাকে দলের অধিনায়ক করেন। মুম্বই এবং গুজরাট ২৪ মার্চ আইপিএল ২০২৪-এ একে অপরের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে।
আরও পড়ুন… রেফারির ভুলেই তো ইস্টবেঙ্গল সুপার কাপ ফাইনাল জিতেছিল- কুয়াদ্রাতকে আক্রমণ করলেন লোবেরা
ধোনির সঙ্গেও দেখা হয়েছে
এই বছর ইংল্যান্ডে ৩০ জন খেলোয়াড়ের ক্যাম্প করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রবিনের খেলা দেখে তাকেও এই ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়। নিলামের পরে, মিঞ্জের বাবা বলেছিলেন যে কয়েক দিন আগে তিনি রাঁচি বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছিলেন। এই সময়ে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক তাঁকে বলেছিলেন যে যদি কোনও দল নিলামে রবিন মিঞ্জকে না কিনে তবে চেন্নাই সুপার কিংস অবশ্যই তাঁকে অন্তর্ভুক্ত করবে।
আরও পড়ুন… চুরি হয়ে গেল প্যারিস অলিম্পিক্সের নিরাপত্তার ব্লু প্রিন্ট! ট্রেন থেকে তুলে নিল কম্পিউটার ও পেন ড্রাইভ
শুভমন গিল মিঞ্জের বাবার সঙ্গে দেখা করেন
শুভমন গিলও মিঞ্জের বাবার সঙ্গে করমর্দন করেন এবং তার ছেলেকে তার ভবিষ্যতের জন্য অভিনন্দন জানান। এ সময় গিল তার সঙ্গে একটি ছবিও ক্লিক করেন। আমরা আপনাকে বলি যে মিঞ্জের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা সৈনিক। বর্তমানে তিনি বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছেন। লক্ষণীয় যে রবিন মিঞ্জ, যিনি নির্ভয়ে ব্যাটিং করেন, তিনিই হবেন প্রথম আদিবাসী ক্রিকেটার যিনি আইপিএলে খেলবেন। গত দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আসছেন রবিন মিঞ্জ।