How Afghanistan Can Qualify For CT 2025 Semi-Final: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এর কারণ শুক্রবার লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের গ্রুপ ‘বি’-র গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। অন্যদিকে, আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার ভাগ্য এখন আর তাদের হাতে নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ১০তম ম্যাচটি শুক্রবার বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়, যখন অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রানে ১ উইকেট হারিয়ে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল। সেই সময়ে ট্র্যাভিস হেড দুর্দান্ত ফর্মে ছিলেন, ৪০ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে, অধিনায়ক স্টিভ স্মিথ ধীরস্থির ব্যাটিং করছিলেন, ২২ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
মাঠকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও মাঠে জল জমে থাকায় আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ বাতিল হওয়ায় অস্ট্রেলিয়া চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে পৌঁছে যায়। তাদের শেষ ম্যাচটিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল।
(আরও পড়ুন … WPL 2025: ১৪.৩ ওভারেই ১২৪ তুলে MI-কে ধ্বংস করল DC! দৌড়ে এসে অবিশ্বাস্য ক্যাচ সাদারল্যান্ডের)
অন্যদিকে, আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সুযোগ খুবই ক্ষীণ। তারা এখন পুরোপুরি নির্ভর করছে শনিবার (১ মার্চ) করাচিতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফলের উপর।
কীভাবে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে উঠতে পারে?
আফগানিস্তান গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে তাদের ইংল্যান্ডের কাছ থেকে বড় সহায়তা লাগবে।যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড জেতে, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দুজনেই তিন পয়েন্টে থাকবে। এবং এরপরে শেষ চারে যাওয়ার যোগ্যতা নির্ধারিত হবে নেট রান রেট (NRR) এর মাধ্যমে।
(আরও পড়ুন … স্বস্তি ভারতীয় শিবিরে! নেটে ব্যাটিং রোহিতের, শামির ফিটনেস নিয়ে বার্তা রাহুলের)
আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাব্য পরিস্থিতি
১) যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে, তাহলে তাদের ২০৭ রানের ব্যবধানে জিততে হবে (শর্ত হল, ম্যাচটি পূর্ণ ৫০ ওভারের হতে হবে)।
২) যদি দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে, তবে তাদের রান রেট আফগানিস্তানের চেয়ে কমতে পারে না, যতক্ষণ না তারা খুব কম রানে অলআউট হয় এবং ইংল্যান্ড দ্রুত রান তাড়া করে। উদাহরণস্বরূপ,
a) ৫০ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৫.৪ ওভারে ম্যাচটি জিততে হবে
b) ৭৫ রানের লক্ষ্য হলে ৭.৬ ওভারে করতে হবে
c) ১০০ রানের লক্ষ্য হলে ৯.৬ ওভারে করতে হবে
d) ১২৫ রানের লক্ষ্য হলে ১১.৫ ওভারে করতে হবে
(আরও পড়ুন … CT 2025: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ! সেমিতে অস্ট্রেলিয়া, ভারতের সামনে আফগানরা? কোন অঙ্কে?)
আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে
৩) যদি দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে, তাহলে ইংল্যান্ডকে চেজ করার আরও একটি অঙ্ক
a) ১৭৩ রান ১৫ ওভারে
b) ১৫৭ রান ১৪ ওভারে
c) ১৪২ রান ১৩ ওভারে, ইত্যাদি
যদি দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করে, তাহলে তাদের ২০৭ রানের বেশি ব্যবধানে হারতে হবে, যে কোনও লক্ষ্য তাড়া করার ক্ষেত্রেই এটা মাথায় রাখতে হবে।