পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পরে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এর মাঝেই পাকিস্তান দলের প্রাক্তন পেসার মহম্মদ আমির একটি অবাক করা মন্তব্য করেছেন। মহম্মদ আমির জানিয়েছেন, তিনি আগামী বছর আইপিএলে খেলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এবার তিনি আরেকটি প্রকাশ্য বিবৃতিতে জানিয়েছেন, যদি সুযোগ আসে, তাহলে তিনি পাকিস্তানের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের চেয়ে আইপিএএ খেলতেই বেশি পছন্নেদ করবেন।
‘আমি অবশ্যই আইপিএলে খেলব’: মহম্মদ আমির
২০২৫ সালের আইপিএল ও পিএসএলের মরশুম বর্তমানে চলছে এবং মহম্মদ আমির কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন। সম্প্রতি জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, যদি পিএসএল এবং আইপিএলের সূচি একই সময়ে পড়ে, তাহলে তিনি কোন লিগকে বেছে নেবেন।
আরও পড়ুন … তোমায় মেরে ফেলবো… পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পরে গম্ভীরকে প্রাণনাশের হুমকি! ISIS Kashmir-এর দিকে অভিযোগ
উত্তর দিতে গিয়ে মহম্মদ আমির স্পষ্টভাবে বলেন, ‘সত্যি বলছি, যদি আইপিএলে খেলার সুযোগ পাই, তাহলে আমি অবশ্যই খেলব। আমি এটা খোলাখুলি বলছি। যদি সুযোগ না পাই, তবে পিএসএলে খেলব। আগামী বছর আমার আইপিএলে খেলার সুযোগ থাকবে, আর যদি সুযোগ পাই, তাহলে কেন নয়? আমি আইপিএলেই খেলব।’
আরও পড়ুন … ১০৩টে ক্যাচ মিস! শেষ ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ ফিল্ডিং হয়নি, চিন্তায় উদ্যোক্তারা
মহম্মদ আমির আরও বলেন, ‘আমি মনে করি না আগামী বছর আইপিএল ও পিএসএলের সূচি একসঙ্গে হবে। কারণ এবছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কারণে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। যদি প্রথমে পিএসএল-এর ড্রাফ্ট হয় এবং আমি নির্বাচিত হই, তাহলে আমি মাঝপথে সরে যেতে পারব না, কারণ তখন টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে। আবার, যদি আইপিএল-এর নিলাম আগে হয় এবং আমি নির্বাচিত হই, তাহলে সেখান থেকেও সরে আসা সম্ভব হবে না। এখন এটা নির্ভর করছে কোন লিগের নির্বাচনী প্রক্রিয়া আগে হয়।’
আরও পড়ুন … পাকিস্তানের সঙ্গে ICC-র কোনও টুর্নামেন্টেও খেলবে না ভারত? BCCI-এর বড় পদক্ষেপ
তবে বাস্তবতার নিরিখে আমিরের এই আশা পূরণ হওয়া অত্যন্ত অসম্ভব বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরে। যেখানে ২৬ জন নিরীহ ভারতীয় নিহত হয়েছেন। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও এই হামলার পর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ ফেরানোর কোনও সম্ভাবনা নেই, যার ফলে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ থাকার সম্ভাবনাই বেশি। এছাড়াও এখন তো আবার আইসিসি-র টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না ভারত। এর মাঝে মহম্মদ আমিরের এই মন্তব্য বড্ড শিশু সুলভ বলে মনে করা হয়।